বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এ মুহূর্তে নিজের আসন্ন সিনেমা ‘কোস্টাও’-এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন। তার এ সিনেমা প্রচার নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছেন এ অভিনেতা। নওয়াজউদ্দিন বলিউড ইন্ডাস্ট্রিকে সরাসরি ‘চোর’ বলে কটাক্ষ করেন।
নওয়াজউদ্দিন বলেন, এখানে সৃজনশীলতার ভীষণ অভাব রয়েছে। আমাদের ইন্ডাস্ট্রি শুরু থেকেই চোর। আমরা গান চুরি করেছি, গল্প চুরি করেছি; এবার চোর কীভাবে সৃজনশীল হতে পারে?
তিনি বলেন, এ ইন্ডাস্ট্রিতে যারা আসবেন, তারাও সেই একই ধরনের চোর হবেন। সে কারণেই অনুরাগ কাশ্যপের মতো অভিনেতা ও পরিচালকরা ভালো কাজ করা ছেড়ে দিচ্ছেন।
নওয়াজউদ্দিন বলেন, আমাদের সৃজনশীলতার বড়ই অভাব। সে কারণে আমরা সৃজনশীলতার দিক থেকে এখন দরিদ্র। আসলে আমরা শুরু থেকেই চুরি করে আসছি— কখনো গান চুরি করছি, তো কখনো গল্প চুরি।
এ অভিনেতা বলেন, আমরা কখনো দক্ষিণ থেকে, কখনো এখান-সেখান থেকে চুরি করে চলেছি। এমনকি হিট হওয়া অনেক কাল্ট সিনেমার দৃশ্যও চুরি হয়ে গেছে। এটাকেই এখন স্বাভাবিক নেওয়া হচ্ছে।
Pakistani Ranger Caught by BSF Near Rajasthan Border: Tensions Escalate at International Line
তিনি বলেন, ভাবটা এমন যে চুরি করছি তো কী হলো? এই ইন্ডাস্ট্রি থেকে আপনি আর কী বা আশা করতে পারেন? এখান থেকে কী ধরনের অভিনেতা উঠে আসবেন?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।