বিনোদন ডেস্ক: ললিত মোদি-সুস্মিতা সেনের ডেটিং চর্চা সামনে আসতেই সরগরম নেটমাধ্যম। আইপিএল-এর জনক ললিত মোদি আর্থিক তছরুপের দায়ে বিসিসিআই থেকে নির্বাসিত। তারপর ২০১৩ থেকেই লন্ডন নিবাসী ললিত। সেই ললিত মোদি আবার খবরের শিরোনামে প্রাক্তন বিশ্বসুন্দরীর সঙ্গে সম্পর্কের চর্চাকে কেন্দ্র করে। তবে সুস্মিতা-ললিত প্রথম নন। এর আগেও শিরোনামে এসেছে ব্যাডবয়দের প্রতি বলিউড ডিভাদের অনুরাগ…
মনিকা বেদি
গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে মনিকা বেদির প্রেমকাহিনী রীতিমত আলোড়ন ফেলে দেয়। মাফিয়া ডন প্রেমিকা মনিকা বেদিকে ছবিতে নেওয়ার জন্য রীতিমত হুমকি দিতেন পরিচালক থেকে প্রযোজনকদের। দীর্ঘ সময় তারা একসাথে ছিলেন। তারপর পর্তুগাল থেকে গ্রেফতার করা হয় দুজনকে। বর্তমানে সালেম জেলে। আর মনিকা বেদি তাঁর কেরিয়ারে ব্যস্ত।
মন্দাকিনী
রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা মাইলি’ করে খ্যাতির আলোয় আসা মন্দাকিনীর সঙ্গে ডন দাউদ ইব্রাহিমের সম্পর্ক সুবিদিত। বলিউডের অনেক ছবিতেই দাউদের টাকা আছে। মন্দাকিনীকেও ছবিতে নেওয়ার জন্য চাপ দিতেন দাউদ, এমনটাই শোনা যায়।
সোনা
বলিউডি অভিনেত্রী মধুবালায় মুগ্ধ ছিল হাজি মস্তান। আর সেই কারণেই হাজি মস্তান বিয়ে করে বলিউড তারকা সোনাকে। যিনি কিনা অনেকটা মধুবালার মতই দেখতে ছিলেন।
ঐশ্বরিয়া রাই
গ্যাংস্টার না হলেও বলিউডের ব্যাড বয় হিসেবে ‘নামডাক’ আছে সালমান খানের। গাড়ি চাপা দিয়ে পথচারীকে মেরে ফেলার অভিযোগ থেকে কৃষ্ণসার হত্যা মামলায় অভিযুক্তের তালিকায় নাম, সালমানকে ঘিরে বিতর্ক কম নেই। তবে এই সল্লু ভাইয়ের প্রেমেই একসময় হাবুডুবু খেতেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। যদিও পরে সেই প্রেম বিচ্ছেদে গড়ায়। অভিষেক ঘরণী হয়ে বচ্চন পরিবারের বউ হন ঐশ্বরিয়া।
ক্যাটরিনা কাইফ
ভিকি কৌশলকে বিয়ের আগে রণবীর কাপুরের সঙ্গে সুদীর্ঘ ৭ বছর লিভ-ইন রিলেশনে ছিলেন ক্য়াটরিনা। তবে লন্ডনবাসী ক্যাটকে বলিউডের আঙিনায় নিয়ে আসেন সলমন খান। সেই থেকেই দুজনের সম্পর্ক ও ঘনিষ্ঠতার সূত্রপাত। যদিও ভাইজানের সঙ্গে সম্পর্ক পরিণতি পায়নি।
সূত্র: জি ২৪ ঘণ্টা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।