বলিউডের ১০০ কোটি আয়ের তালিকায় সর্বপ্রথম প্রবেশ করে আমির খানের ‘থ্রি ইডিয়টস’। তবে আমিরকে ছাপিয়ে ১০০ কোটির ক্লাবে সবচেয়ে বেশি সিনেমা রয়েছে ভাইজান সালমান খানের। সর্বোচ্চ ১৭টি চলচ্চিত্র ১০০ কোটির ক্লাবে রয়েছে অভিনেতার। এরপর রয়েছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। তার ১৬টি চলচ্চিত্র ১০০ কোটি আয় করেছে। অক্ষয়ের পর সর্বোচ্চ ১০০ কোটির ক্লাবে রয়েছেন অজয় দেবগন। অভিনেতার ১২টি চলচ্চিত্র ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। বলিউড বাদশা শাহরুখ খানের ১০টি। আমির খান ও হৃতিক রোশনের রয়েছে ৬টি করে ১০০ কোটির সিনেমা।
তবে এ বছর পর পর দুটি হাজার কোটির সিনেমা উপহার দিয়ে বলিউডে নতুন বেঞ্চমার্কের সূচনা কিন্তু করেছেন বলিউড বাদশা শাহরুখ খানই। ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া শাহরুখ খানের ‘ডানকি’ও ১০০ কোটির তালিকায় জায়গা করে নেবে তা বলাই বাহুল্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।