বলিউডে দেওল পরিবার নানা সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। সত্তরের দশক থেকে চমৎকার কিছু সিনেমা তারা উপহার দিয়েছে। সানি দেওল তার সুপারস্টার বাবাকেও ছাড়িয়ে গিয়েছিলেন। তিনি বলিউডের একজন প্রভাবশালী নায়ক হিসেবে অভিনয় করেছেন। তার ছোট ভাই ববি দেওল ৯০ দশকের পর থেকে দুর্দান্ত অভিনয় করেছেন।
একের পর এক হিট চলচ্চিত্র উপহার দেন ববি দেওল। এরপর মাঝখানে অনেক বছর কেটে গেছে। দেওল পরিবার বলিউডের পর্দায় তেমন আসেননি। হয়তো দর্শকও তাদের ভুলে যেতে বসেছিল। ২০০৭ সালে এক সিনেমায় দেওল পরিবার আবার ফিরে আসলো। এরপর দীর্ঘ সময় কেটে যায়।
২০১৩ সালে সানি দেওল একটি সিনেমার মাধ্যমে আবার ফিরে আসার চেষ্টা করলেও টপ বক্স অফিসে তেমন হিট পায়নি। এ সিনেমার মাধ্যমে আশা অনুযায়ী সাফল্য পাওয়া যায়নি। তবে ২০২৩ সাল যেনো দেওল পরিবারের জন্য আশীর্বাদ হয়ে আসে।
ধর্মেন্দ্র ২৭ বছর বয়সে যেভাবে রাজকীয়ভাবে বলিউডের পর্দায় ফিরে এসেছেন তা অবিশ্বাস্য বটে। ২০২৩ সালে গাদার ২ সিনেমার মাধ্যমে সানি দেওল পর্দায় ফিরে এসেছেন। বহু বছর পর প্রত্যাবর্তন করে তিনি চমৎকার অভিনয় করেছেন।
এই সিনেমাটি প্রত্যাশা থেকে অনেক বেশি মুনাফা অর্জন করেছে। বর্ডার টু সিনেমার মাধ্যমে তিনি ৫০ কোটি রুপির পারিশ্রমিক নিতে চলেছেন এরকম কথা শোনা যাচ্ছে। ববি দেওল এনিম্যাল সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন।
এটি ববি দেওলের রাজকীয় প্রত্যাবর্তন হিসেবে দেখা যাচ্ছে। সম্ভবত এটি ববি দেওলের ক্যারিয়ারের সেরা সিনেমা হতে যাচ্ছে। অ্যানিম্যাল সিনেমাটি ববি দেওয়ালকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। কাজেই বলা যায় যে, ২০২৩ সাল দেওল পরিবারের জন্য আশীর্বাদ হয়ে ফিরেছে। দেওল পরিবার হারিয়ে যায়নি বরং আরো দুর্দান্তভাবে ফিরে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।