বলিউডের আর এক নতুন জুটির সম্পর্কের কথা ফাঁস করলেন করণ জোহর

করণ জোহর

বিনোদন ডেস্ক : সদ্যই করণ জোহরের চ্যাট শোয়ে অতিথি হিসেবে দেখা গিয়েছে ক্যাটরিনা কাইফ, ইশান খট্টর, সিদ্ধান্ত চতুর্বেদীকে। তারকাদের ব্যক্তিগত, পেশাগতসহ সমস্ত ‘হাঁড়ির খবর’ নিয়ে নিজের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ কথাবার্তা চলে। করণ জোহরের শোয়ে এসে নানা মন্তব্য করে বিপাকেও পড়েছেন বহু তারকা। তবে, কম যান না করণও। তিনি নিজেও নানান গোপন কথা ফাঁস করেছেন। সম্প্রতি বলিউডের নতুন এক জুটির সম্পর্কের কথা ফাঁস করলেন তিনি।

করণ জোহর
ফাইল ছবি

কোন সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন করণ জোহর?

চলতি বছরই ক্যাটরিনা কাইফের জন্মদিনে মলদ্বীপে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় বি টাউনের আর এক অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজকে। তখনই গুঞ্জন রটে যে, তিনি ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আর সেই গুঞ্জনেই এবার শিলমোহর দিলেন করণ। নিজের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ অফিশিয়ালি জানালেন যে, ক্যাটরিা কাইফের ভাইয়ের সঙ্গেই সম্পর্কে রয়েছেন ইলিয়ানা। বর্তমানে তাঁরা একে অপরকে ডেটিং করছেন।

প্রসঙ্গত, সম্প্রতি করণ জোহরের শোয়ে এসে ক্যাটরিনা কাইফ বলেন, ‘আমি ওর (ভিকি কৌশল) সম্পর্কে বিশেষ কিছুই জানতাম না। আমি ওর নাম শুনেছিলাম মাত্র। কিন্তু কখনও ওর সঙ্গে কথা হয়নি। কিন্তু যখন ওর সঙ্গে আমার দেখা হল, তখন আমি আপ্লুত হয়ে গেলাম।’ ক্যাটরিনা জানান, ভিকির সঙ্গে সম্পর্কের কথা তিনি প্রথমবার শেয়ার করেন পরিচালক জোয়া আখতারের সঙ্গে।

তিনি বলেন, ‘এটা একেবারেই অপ্রত্যাশিত। আমার ভাগ্যও বলতে পারেন। তবে, এতে আমি খুশি। আমি কখনও ভাবিনি ভিকির সঙ্গে আমার সম্পর্ক হবে।’ সদ্য কয়েকদিন আগেই ‘সর্দার উধম’ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন ভিকি কৌশল। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথি আসন উজ্জ্বল করতে দেখা যায় ভিকি – ক্যাটরিনাকে। সেখানেই অভিনেত্রী জানান যে, কেন তিনি সবাইকে না জানিয়ে বিয়েটা সারলেন।

ক্যাটরিনা বলেন, ‘আসলে কোভিডের কারণে আমার পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। তাই আমরা অনুষ্ঠানের পরিবর্তে সুস্থ থাকার নিরাপত্তায় বেশি জোর দিতে চেয়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল যাতে কোভিডের সংক্রমণ না ছড়ায়। মূলত সেই কারণেই এত নিরাপত্তা এবং গোপনীয়তার মধ্যে বিয়ে সেরেছি আমরা। পাশাপাশি, আমরা দুজনেই বিয়েটা খুব উপভোগও করেছি।’

এবার সুরিয়ার সঙ্গে রোমান্সে মজেছেন দিশা (ভিডিও)