
বিনোদন ডেস্ক : বলিউডে শরীরের বিনিময়ে কাজ দেওয়ার রেওয়াজ তো পুরোনো। ২০১৮ সালে গোটা ভারতে আছড়ে পড়েছিল #MeToo আন্দোলনের ঢেউ। তনুশ্রী দত্ত নানা পাটেকারের বিরুদ্ধে মুখ খোলার পর একাধিক নায়িকা-অভিনেত্রী-বলিউড কর্মী মুখ খুলেছিলেন কাস্টিং কাউচের বিরুদ্ধে। তবে বলিউড বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে শুধুই মেয়েরা এমন নোংরামির শিকার তা নন। রাজীব খান্ডেলওয়াল দাবি জানালেন #MenToo।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিটু আন্দোলন নিয়ে বলতে গিয়ে নিজেও যে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন সে কথা জানালেন রাজীব। তিনি বলেছেন, ‘তখনো আমি ছবিতে অভিনয় শুরু করিনি, বলিউডের এক তারকা পরিচালক আমাকে ছবি অফার করেছিলেন।’
রাজ কুমার গুপ্তার ছবি ‘আমির’-এ বলিউড অভিষেক হয়েছিল রাজীবের। তার আগে টেলিভিশনে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কাহি তো হোগা, লেফট রাইট লেফট-এর মতো সিরিয়ালে কাজ করেছেন রাজীব। তিনি জানান, পরিচালকের বাড়িতে যাওয়ার জন্য ফোন পেয়েছিলেন তিনি।
রাজীবের কথায়, ‘পরের বার অফিসের ঘর থেকে বাড়িতে ডেকেছিলেন। কিন্তু স্টোরি দিতে রাজি হননি তিনি। জিজ্ঞেস করেছিলেন আমি কি একটাই গান আছে এমন কোনো ছবি করতে চাই?’ দ্বিতীয়বারের সাক্ষাতের আগেই তিনি বুঝতে পেরেছিলেন সব গন্ডগোল আছে। রাজীব বলেছেন, ‘আমাকে নিজে ঘরে নিয়ে যেতে চেয়েছিলেন উনি। আমি ভাবছিলাম কত মেয়েকে এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। আমি সেই সময় গার্লফ্রেন্ডের নাম বলে নিষ্কৃতি পেয়েছিলাম।’
ওই পরিচালক রাজীবের ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন বলে দাবি করেছেন অভিনেতা। সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে রাজীব আহানা কুমরার সঙ্গে মর্জি-তে কাজ করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



