জুমবাংলা ডেস্ক : অসুস্থ হয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

তিনি ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, এটা কমন ফ্লু। শীতকালীন সবজি থেকে এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে।
এদিকে, পাটমন্ত্রীর অসুস্থতা নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকে বলতে থাকেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, মরণঘাতী নভেল করোনায় না হলেও করোনাভাইরাসের একটি প্রকরণে আক্রান্ত হয়েছেন পাটমন্ত্রী।
এ বিষয়ে আইইডিসিআর পরিচালকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এটি সঠিক নয়।
গোলাম দস্তগীর গাজীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি উচ্চ রক্তচাপসহ কিছু সাধারণ শারীরিক সমস্যায় চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


