বহু বছর পর পর্দায় ফিরছেন বিশ্বসুন্দরী, বলিউড নয় ৫০০ কোটির দক্ষিণী ছবিতে ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক: একশো-দু’শো নয় একেবারে পাঁচশো কোটি খরচ হয়েছে এই ছবিটি তৈরি করতে। হ্যাঁ, ঠিকই দেখছেন। নামী পরিচালক মণিরত্নমের (Mani Ratnam) স্বপ্নের প্রোজেক্ট ‘পোন্নিয়িন সেলভান ১’এর (Ponniyin Selvan 1) কথা হচ্ছে এখানে। বহু প্রতীক্ষিত এই ছবিটি চলতি বছরই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। সম্প্রতি ছবির নির্মাতাদের তরফ থেকে ঘোষিত হয়েছে ছবি মুক্তির দিন।

কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস ‘পোন্নিয়িন সেলভান’এর ওপর ভিত্তি করে ‘পোন্নিয়িন সেলভান ১’ ছবিটি নির্মিত হয়েছে। তামিলনাড়ুতে উপন্যাসটি জনপ্রিয়তা লাভ করার পর থেকেই বহু নির্মাতা এই উপন্যাসের ওপর ভিত্তি করে ছবি তৈরির চেষ্টা করেছিলেন। সেই তালিকায় কিংবদন্তি তামিল পরিচালক এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রণের নামও রয়েছে। এছাড়া মণিরত্নম নিজেও এর আগে দু’বার ছবিটি তৈরি করার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হতে পারেননি। কিন্তু তৃতীয়বারের প্রচেষ্টায় সফল হয়েছেন পরিচালক।
ঐশ্বরিয়া
তামিলনাড়ুর চোলা সময়কালের গল্প এই সিনেমায় দেখানো হবে। কীভাবে সেই রাজত্বে নিজেদের মধ্যেই ষড়যন্ত্র হয়েছিল, চোলা রাজত্বে গুপ্তচরদের ভূমিকা, মিলিটারি নেতাদের ভূমিকা এবং সর্বোপরি রাজ্যপাট আদায়ের জন্য রাজনীতি- এই সবকিছুই মণিরত্নমের এই মাস্টারপিস সিনেমায় স্থান করে নিয়েছে।

৫০০ কোটি বাজেটের এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিক্রম। এছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। রাজকীয় বেশে অ্যাশকে দেখে দর্শকদের বেশ মনে ধরেছে। তবে শুধু এই দুই শিল্পীই নন, ছবিতে তামিল তারকা কার্তি, জয়েম রবিকেও দেখা যাবে। পাশাপাশি শোভিতা ধূলিপালা, তৃষা, ঐশ্বরিয়া লক্ষ্মী, জয়রাম এবং বিক্রম প্রভুকেও দেখা যাবে। মাল্টিস্টারার এই ছবি আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘পোন্নিয়িন সেলভান ১’ ছবির শ্যুটিং শুরু হয়েছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে। চলেছে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত। ভারতের বিভিন্ন জায়গার পাশাপাশি ছবির কিছু দৃশ্যের শ্যুটিং থাইল্যান্ডেও হয়েছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগেই ছিল, তবে কোভিড মহামারীর কারণে ছবির মুক্তির দিন কিছুটা পিছিয়ে যায়। তবে অবশেষে সকল বাধা কাটিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এই বিগ-বাজেট ছবি।

মাহি এবং পূজার শরীর নিয়ে নতুন করে যে ব্যাখা দিলেন আজিজ