জুমবাংলা ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
এক শোকবার্তায় তিনি বলেন, ‘বাংলা চলচ্চিত্র অঙ্গনে কবরীর অবদান অবিস্মরণীয়। অভিনয়ের ক্ষেত্রে কবরী ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। তাঁর মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি। বাংলা চলচ্চিত্র বিকাশে তাঁর অবদান মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
বিরোধীদলীয় নেতা মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সারাহ বেগম কবরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার রাতে ঢাকাস্হ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


