ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, কলকাতার একটি এফএম রেডিও থেকে কবীর সুমনকে ‘বাংলা ভালো ভাষাও নয়, আবার ভালো-‘‘বাসা’’ও নয়’ এমন শিরোনাম পাঠিয়ে মন্তব্য করতে বলা হয়। আর এতেই রাগে ফেটে পড়েন তিনি।
গতকাল বৃহস্পতিবার কবীর সুমন ফেসবুক ভিডিওতে বলেন, ‘২০ ফেব্রুয়ারি। কাল একুশ। আমরা রয়েছি কলকাতায়, যা বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র। আমাকে বলা হলো- প্লিজ “বাংলা ভালো ভাষাও নয়, আবার ভালো ‘বাসা’ও নয়” এই প্রসঙ্গে আপনি কিছু বলুন। তারকারা সবাই মত দিচ্ছেন।’ এই তারকারা নিশ্চয়ই তামিল বা তেলুগু নন। কাশ্মীরেরও নন। তারা বাঙালি। আমি হাসব না কাঁদব?’
বাংলা খেয়াল উৎসবের কথা তুলে ধরে তিনি বলেন, ‘কাল একুশে ফেব্রুয়ারি এক সমিতির ডাকে আমি বাংলা খেয়াল গাইতে যাব। সকাল থেকে রেওয়াজ করে যাচ্ছি। তা হলে কি হেরে গেলাম আমরা?’
১৯৭৬ সালে কবি শহীদ কাদরীর সঙ্গে কথোপকথনের বিষয়টি স্মরণ করেন তিনি। শহীদ কাদরী তাকে বলেছিলেন, ‘সুমন, সাংস্কৃতিক লড়াইয়ে আপনারা জিতে গিয়েছেন।’ প্রত্যুত্তরে কবীর সুমন বলেছিলেন, ‘বোধহয় নয়…।’
কবীর সুমন বলেন, ‘শহীদ বেঁচে গিয়েছেন। তাকে এ প্রশ্ন শুনতে হলো না। আমি বেঁচে আছি। আজও বাংলায় বাহার রাগে খেয়াল রচনা করছি…।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।