নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অনেক বড় আকারে জাপানি বিনিয়োগ প্রত্যাশা করে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতো’র প্রতিনিধিদলের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগীতা চাওয়া হয়। একইসাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়।
বৈঠকের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছেন, জাপান আমাদের পরীক্ষিত প্রকৃত বন্ধু। বৈঠকে অনেক কিছু বিষয় আলোচনা হয়েছে। এ বৈঠকে দুই দেশের অসম্পূর্ণ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এতো বড় জাপানি বিনিয়োগকারীরা এর আগে আসেনি। বিদেশি বিনিয়োগ পেতে আগে থেকে কোনো সমস্যা না হয় সে দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে।
জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপানি বিনিয়োগকারী এ দেশে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। এবার ৭০টি জাপানি বিনিয়োগকারী বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ দেখতে এসেছে।
এ বৈঠকে কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সহযোগিতা আরো বাড়ানোর কৌশল নিয়ে কথা হয়েছে। কোনখাতে বিনিয়োগ বাড়ানো হবে তা নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তা আলোচনায় স্থান পেয়েছে। আরো বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করতে আসবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।