স্পোর্টস ডেস্ক : ভারতকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ জয় করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ দলের জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছে নানান রকমের প্রশংসা। কিমার সাংগাকারা, ইয়ন বিশপ, জেপি ডুমিনি, ইরফান পাঠান সহ বিশ্বের সকল দেশের খেলোয়াড়রাই অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশকে দলকে। কিন্তু সবার ব্যতিক্রম কাজটি করলেন পাকিস্তানের শোয়েব আখতার।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালের পরের দিন তার নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব একটি ভিডিও আপলোড করেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ও বাংলাদেশের পাকিস্তান সিরিজ নিয়ে আলোচনা করার জন্য।
ভিডিওর শুরুতে বেশ বিমর্ষ কন্ঠেই বলেন, আজ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ নিয়ে আলোচনা করবো। বাংলাদেশ ফাইনালে জিতেছে, ভারত হেরে গেছে তার আওয়াজে যেনো সদ্য নিজের রাজ্য হারানো এক রাজার বেদনা ফুটে উঠেছিলো ভারত হেরে গিয়েছে এই কথাটি বলতে গিয়ে।
বাংলাদেশ ফাইনালে জিতেছে, পুরো ভিডিওতে এইটুকু ছাড়া আর বাংলাদেশ ১৯ দলের নামও নেননি শোয়েব। অথচ ফাইনালে পরাজিত ভারত ও ভারতীয় দলের একাধিক খেলোয়াড়ের নাম ৩-৪ বার করে নিয়েছেন
শোয়েব অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ব্যাপারে বলতে গিয়ে বলেন, ” ক্রিকেটের ভবিষ্যৎ এই অনূর্ধ্ব ১৯ দলের তারকারাই। পাকিস্তানের রোহেল, হায়দার, আমির, হ্ুরেইরা এরা ভালো খেলোয়াড়। অপরদিকে ভারতের
যশস্বী জসওয়াল, বিশ্মোই, কাতিক ত্যাগি, সুশান্ত এরা খুব ভালো খেলোয়াড়। এইসব তরুনরাই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। বিশ্বের সেরা অনূর্ধ্ব ১৯ খেলোয়াড়রা ছিলো এই আসরে। ভারতের যশত্বী কি অসাধারণ ক্রিকেটই না খেললো।
পুরো ভিডিও জুড়ে যেই সময়টুকু অনূর্ধ্ব ১৯ এর কথা বলেছেন পুরো সময়ই শোয়েবের মুখে ছিলো ভারতের খেলোয়াড়দের প্রশংসা। বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসা তো দুরে থাক, শোয়েব তাদের নামও নেননি। নিউজিল্যান্ডের খেলা দেখেননি এটা স্বীকার করেছেন৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।