Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বাংলাদেশ দল নিয়ে আইসিসির এ কেমন রসিকতা!
    ক্রিকেট (Cricket) খেলাধুলা

    বাংলাদেশ দল নিয়ে আইসিসির এ কেমন রসিকতা!

    Saiful IslamJuly 6, 20193 Mins Read
    Advertisement


    স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের এবারের বিশ্বকাপে অর্জন কী? বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু করা টাইগাররা আশা জাগিয়েছিলো সেমিফাইনাল খেলার। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারতের কাছে হেরে সেমির আশা শেষ হওয়ার পরে পাকিস্তানের কাছে হেরে শেষ করলো বিশ্বকাপ। বাংলাদেশ দলের সম্মিলিত কোনাে অর্জন না থাকলেও ব্যক্তিগত অর্জনের দিক দিয়ে সাকিব ছাড়িয়ে গেছেন বাকি সবাইকে। শুধু নিজ দলের না ছাড়িয়েছেন অন্য সব দলের খেলোয়াড়দেরও।

    আইসিসির টুইটার পেজে কাল সাকিব আল হাসানের একটি ছবি পোস্ট করা হয়। সে ছবি ও ক্যাপশন দেখলেই বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের সারাংশটুকু বোঝা যায়। চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে হাসছেন সাকিব। তাঁর আশপাশে কেউ নেই। পেছনে একটু দূরেই টিম ম্যানেজমেন্টের দু-একজন আর বাদবাকি ক্রিকেটারেরা। কিন্তু ছবিটির মূল ফোকাস সাকিব। আর ক্যাপশনে লেখা হয়েছে, ‘২০১৯ বিশ্বকাপে যাঁরা তাঁর চেয়ে ভালো খেলেছে সেসব খেলোয়াড়ের সঙ্গে বসে আছেন সাকিব।’ কিছু বোঝা গেল?

    ছবিতে সাকিবের সঙ্গে চেয়ারে কেউ বসে নেই। ক্যাপশনটা তাই আফসোসের। এবার বিশ্বকাপে সাকিব যেন বাংলাদেশ দলের ‘ওয়ান ম্যান আর্মি’। বাংলাদেশ যে তিন ম্যাচ জিতেছে কিংবা যতটুকু ভালো খেলেছে তার বেশির ভাগেই সাকিবের অবদান। একা টেনেছেন দলকে। দলের আর দু-একজন সাকিবের অর্ধেক ধারাবাহিকতা ধরে রাখলেও বাংলাদেশের বিশ্বকাপ অভিযান সম্ভবত এভাবে শেষ হতো না। কিন্তু তা না ঘটায় ক্যাপশনটা সাকিবভক্তদের যেমন মন ভরিয়ে দেবে তেমনি এক ধরনের নির্মম রসিকতাও।

    সাকিব আর দলের বাকিদের পারফরম্যান্স রসিকতার ভেতরটা দেখিয়ে দেয়। ৮ ম্যাচে তাঁর সংগ্রহ ৬০৬ রান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের সঙ্গে তাঁর প্রায় আড়াই শ রানের ব্যবধান। ৮ ম্যাচে ৩৬৭ রান করেছেন মুশফিক। তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের সঙ্গে সে ব্যবধানটাই সাড়ে তিন শ রানের বেশি। সবার পারফরম্যান্স একরকম হবে না তা সত্য। কিন্তু রানের এ পার্থক্যটুকুও চোখে লাগার মতো। সাকিবের ফিফটি যেখানে পাঁচটি সেখানে দলের বাকিদের মধ্যে সর্বোচ্চ ফিফটি দুটি। সেঞ্চুরি, স্ট্রাইকরেট, গড়—এসব প্রসঙ্গ না তোলাই ভালো।

    শুধু এতটুকু জানিয়ে রাখলেই চলে, এবার বিশ্বকাপে ৮ ম্যাচে (বাকি ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়েছে) মোট ২২৭৮ রান তুলেছে বাংলাদেশ। এর মধ্যে ২৬.৬০ শতাংশ রানই সাকিবের একার অবদান। আর তা করতে গিয়ে বিশ্বকাপের ইতিহাসে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে ছয় শ-র ওপরে রান করেছেন সাকিব। বাকি দুজন শচীন টেন্ডুলকার ও ম্যাথু হেইডেন। তাঁদের সঙ্গে একটি জায়গায় পার্থক্য রয়েছে এ অলরাউন্ডারের। টেন্ডুলকার ও হেইডেন এ কীর্তি গড়েছেন ওপেনার হিসেবে। সাকিব একমাত্র নন-ওপেনার, বিশ্বকাপের এক টুর্নামেন্টে যাঁর ন্যূনতম ছয় শ রান আছে।

    আরেকটি জায়গাতেও তাঁর কোনো জুড়ি নেই। সেটি সাকিবের ৮ ম্যাচের স্কোরকার্ড—সব ম্যাচেই ন্যূনতম চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা আট ম্যাচে এ কীর্তি গড়েছেন সাকিব। ভারতের ক্রিকেটার রবিন উথাপ্পা এমনি এমনি বলেননি, ‘ভারতে শচীন যা বাংলাদেশে সাকিব তাই।’

    মোস্তাফিজুর রহমান ২০ উইকেট নিতে পারেন কিন্তু বিশ্বকাপে এবার এক ম্যাচে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগার সাকিবের (৫/২৯)। বোলাররা বাংলাদেশের এ ৮ ম্যাচে যে ৫৯ উইকেট নিয়েছেন তার মধ্যে ১৮.৬৪ শতাংশ অবদান সাকিবের (১১)। বিশ্বকাপে দেশকে ভালো অবস্থানে রাখতে ব্যাটে-বলে নিজেকে আর কতটা নিংড়ে দেওয়া সম্ভব? কিন্তু তারপরও ১০ দলের বিশ্বকাপে সেমিতে খেলার স্বপ্ন নিয়ে গিয়ে টেবিলের সপ্তম স্থান নিয়ে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশকে। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জিতলে সাতেও থাকা যাবে না। নেমে আসতে হবে একধাপ নিচে।

    অথচ সাকিব দলকে আরও ওপরে তোলার চেষ্টা করেছিলেন। সেটি কেন হলো না তা মোটামুটি সবারই জানা। কাল ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেই বলেছেন, ‘সাকিবের জন্য ভীষণ খারাপ লাগছে আমার। আমরা বাকি যারা আছি, তারাও যদি এগিয়ে আসতে পারতাম, তাহলে হয়তো চিত্রটা ভিন্ন রকম হতো।’

    হ্যাঁ, তাহলে ছবির চেয়ারে সাকিবের পাশে বাকিদেরও দেখা যেত। বাংলাদেশ দলের হাতেও হয়তো আরাধ্য কিছু একটা দেখা যেতো।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ইতিহাস ক্রিকেট দল: প্রতিযোগিতা প্রেমি ফলাফল মিডিয়া: সংগঠন
    Related Posts
    নেইমার

    নেইমারকে নিয়ে আবারও দুঃসংবাদ

    August 25, 2025
    সাকিব

    টি–টোয়েন্টিতে অনন্য অর্জন: ৫০০ উইকেট + ৭০০০ রান একমাত্র সাকিবের

    August 25, 2025
    ফুটবলে বাংলাদেশের সাফল্য

    ফুটবলে বাংলাদেশের সাফল্য:গৌরবের ইতিহাস

    August 24, 2025
    সর্বশেষ খবর
    USA

    মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশংসা পেল বাংলাদেশ সরকার

    apple

    iPhone-এ আসছে নীল ভিডিও দেখার অ্যাপ, নতুন নিয়মে বাধ্য অ্যাপল!

    Nothing-Phone-3A

    Nothing Phone 3A: নতুন ক্যামেরা বাটনসহ আইফোনের অভিজ্ঞতা!

    বিএনপির স্থায়ী কমিটি

    বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক রাতে

    চট্টগ্রাম বন্দরের মাশুল

    ৩৯ বছর পর বাড়ছে চট্টগ্রাম বন্দরের মাশুল, গড়ে ৪১ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

    Frankenstein 2025 cast

    Guillermo del Toro’s Frankenstein Cast Revealed

    নেইমার

    নেইমারকে নিয়ে আবারও দুঃসংবাদ

    Honor 200 5G

    Honor 200 5G: সেলফি ক্যামেরার চমক, ৫০MP সেলফি ক্যামেরার সেরা ফোন!

    ওয়েব সিরিজ

    উল্লুতে রিলিজ হলো নতুন ওয়েব সিরিজ ‘দোরাহা’, রোমান্সের ভরপুর কাহিনিতে টুইস্ট

    Lords of the Fallen 2

    Lords of the Fallen 2 Promises a Darker Tone Than Reboot

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.