আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ তুলেছেন প্রধানমন্ত্রী মোদি। সেই প্রসঙ্গ তুলে নাম না করে চীনকে আক্রমণ করেছেন মোদি। খবর পিটিআই ও এএনআই’র।
সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন নরেন্দ্র মোদি। এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নিরপত্তা পরিষদের বৈঠকের সভাপতির দায়িত্ব সামলালেন। করোনাকালের বৈঠক বলে তা ভার্চুয়ালি হয়েছে।
ওই বৈঠকে যোগ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন, আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন সহ অন্য দেশের নেতারা। সেখানেই মোদি টেনে আনেন সমুদ্রপথে বাণিজ্যের কথা। সেই প্রসঙ্গেই তিনি বাংলাদেশের প্রসঙ্গ টানেন।
মোদি বলেছেন, আলোচনা করে, মতৈক্যের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে জলসীমা সংক্রান্ত বিরোধ মিটিয়ে নিয়েছে ভারত। তার মতে, আলোচনার মাধ্যমেই আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যের বাধা দূর করতে হবে। বিরোধ মেটাতে হবে। তাহলেই আন্তর্জাতিক সমৃদ্ধি আসবে।
মোদি একবারও চীনের নাম করেননি। কিন্তু তার এই মন্তব্যের লক্ষ্য যে চীন এবূং দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের আধিপত্য বিস্তারের চেষ্টা নিয়ে বিরোধ, তা বুঝতে অসুবিধা হয় না। জাপান, ভিয়েতনাম, তাইওয়ান সহ অনেক দেশের সঙ্গেই চীনের এই নিয়ে বিরোধ দেখা দিয়েছে।
গত মে মাসে জাতিসংঘের বৈঠক হয়েছিল চীনের সভাপতিত্বে। তখন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা নিয়ে সোচ্চার হয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।