Advertisement
গত ২৫ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার) বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালক রিয়ার এডমিরাল সাত্তাম বিন তাই্যব আল মুতাইরি এর সঙ্গে। সাক্ষাৎটি বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ ও সৌদি আরবের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক এবং কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
এই সাক্ষাৎ বাংলাদেশের সামরিক কূটনীতি এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্পর্ককে আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



