জুমবাংলা ডেস্ক : সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। ৩৩টি ভিন্ন পদে মোট ৭৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
সিস্টেম ইঞ্জিনিয়ার্, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করপোরেট সেফটি/ ফ্লাইট ডেটা মনিটরিং, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেইনি (জেনারেল), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/ কোর্ট অ্যাফেয়ার্স, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস, মেডিকেল অফিসার, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/ কার্গো সেলস, এয়ারক্রাফট মেকানিক, জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট, প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, অডিট অ্যাসিস্ট্যান্ট, সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট, প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েন্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল), জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল), জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল), এমটি অপারেটর (ক্যাজুয়াল), সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল), কার্গো হেলপার/ ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল), এয়ারক্রাফট সুইপার (ক্যাজুয়াল)।
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।
বেতন : সর্বনিম্ন স্কেল পদে ১২,৫০০/—-৩০,২৩০/ টাকা।
সর্বোচ্চ স্কেল পদে ২৬,৫০০/—৫৭,৯৫০/ টাকা।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://bbal.teletalk.com.bd/) আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ৬ ফেব্রুয়ারি, ২০২২।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel