১১ মার্চ মঙ্গলবার ট্রেজারি বন্ড বিক্রির জন্য নিলাম রি-ইস্যু অনুষ্ঠান হতে যাচ্ছে। এটি মূলত বাংলাদেশ ব্যাংকের পাঁচ বছর মেয়াদী গভারমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায় যে, ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম প্রাইসভিত্তিক হতে যাচ্ছে। এই নিলামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিড দাখিল করতে পারবে। তবে তাদের সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগ প্রাপ্ত হতে হবে। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক এখানে অংশগ্রহণের সুযোগ পাবে। তারা প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে বিডি দাখিল করার সুযোগ পাবে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার পাঁচ বছর মেয়াদি ৪ হাজার কোটি টাকা অভিহিত (লিখিত) মূল্যের বন্ড রি-ইস্যু করা হবে। এ নিলামে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি ১০ দশমিক ৪৭ শতাংশ কুপন হারে ইস্যু করা ৫ বছর মেয়াদি (আইএসআইএন নং বিডি ০৯৩০৩২১০৫৬) ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে। এ বন্ডের মেয়াদোত্তীর্ণ হবে ২০৩০ সালের ১২ ফেব্রুয়ারি।
অভিহিত (লিখিত) মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড ক্রয়ের জন্য কাঙ্ক্ষিত ইয়েল্ড হার ও বন্ড ক্রয়ের পরিমাণ উল্লেখ করে নিলামে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআইর মাধ্যমে বিড দাখিল করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে বিশেষ কোনো পরিস্থিতিতে প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতে বিড দাখিল করা যাবে। এদিকে নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা এরই মধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।