স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ২৫ মার্চ ভারতের শিলংয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আবার বাংলাদেশে ভারতের ফিরতি লিগের খেলা ১৮ নভেম্বর।
বাংলাদেশ-ভারত এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ৫ মার্চ দুপুরে সৌদির উদ্দেশ্যে রওনা হবে। সৌদি অনুশীলন ক্যাম্প করে ১৮ মার্চ ঢাকায় ফিরে। ২০ অথবা ২১ মার্চ শিলং যাওয়ার পরিকল্পনা। তাই বাফুফে সৌদি যাওয়ার আগেই ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিল।
আগামী পরশু দিন সৌদি ফ্লাইট দুই দিন আগে খেলোয়াড়, কোচিং স্টাফদের পাসপোর্ট হাতে না আসায় ফেডারেশন চিন্তিত ছিল খানিকটা। তবে আজ সেই চিন্তা দূর হয়েছে। বাংলাদেশ কন্টিনজেন্টের ভিসা ইস্যু হয়েছে এমনটি জানিয়েছেন ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম।
একটি দল পালিয়েও দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে : প্রধান উপদেষ্টা
বাফুফে সভাপতি ও ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাতের মূল আলোচ্য বিষয় ছিল এশিয়ান কাপ বাছাইয়ের দুই দেশের মধ্যকার ম্যাচ। পাশাপাশি ফুটবলের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং খেলাধূলার মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও প্রসারিত করার ব্যাপারেও দুই পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।