অর্থনীতি ডেস্ক : দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগীয় স্টেশনে ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম (আইএসএস) চালুর কথা ভাবছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ব্যাগ ও সেলফোন চুরি যাওয়ার মতো ঘটনা রেলওয়ে স্টেশনে প্রায়ই ঘটে। মাদক কেনা-বেচা, সেবন, পরিবহনসহ অপরাধপ্রবণ এলাকা হিসেবেও দেশের রেলওয়ে স্টেশনগুলোর পরিচিতি বেশ পুরনো। সন্ত্রাস দমনের মতো নিরাপত্তা কার্যক্রম এখনো কোনো স্টেশনে গড়ে ওঠেনি। এ অবস্থার পরিবর্তন ঘটাতে বাংলাদেশ রেলওয়ে এ পদক্ষেপ নেয়ার কথা ভাবছে।
প্রথমত ঢাকার কমলাপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট রেলওয়ে স্টেশনকে আইএসএসের আওতায় আনছে রেলওয়ে। এজন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান কীভাবে করা যায়, তা পর্যালোচনা করে দেখছে সংস্থাটি।
রেলওয়ে স্টেশনে আইএসএস স্থাপনের জন্য বাংলাদেশ রেলওয়েকে একটি প্রস্তাব দিয়েছে নেট কানেক্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এ প্রস্তাবের আলোকে সম্প্রতি রেল ভবনে কমলাপুর স্টেশনের জন্য আইএসএস স্থাপন ও চালুর জন্য রেল ভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আইএসএসের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন নেট কানেক্ট লিমিটেডের প্রতিনিধিরা।
তাদের প্রস্তাবনা অনুযায়ী, স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। স্টেশনের প্রবেশ ও বহির্গমনপথে স্থাপন করা হবে আর্চওয়ে ও ব্যাগেজ স্ক্যানার। সর্বোচ্চ নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে থার্মাল ইমেজিং প্রযুক্তি। নজরদারির জন্য থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিও। নেট কানেক্ট লিমিটেডের প্রতিনিধিরা জানান, প্রস্তাবিত আধুনিক প্রযুক্তির মাধ্যমে রেলওয়ে স্টেশনের সার্বিক নিরাপত্তা জোরদার করা যাবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।