
স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশে খেলতে আসবে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। এরপর হবে টেস্ট। বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশ সফরে আসছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তার পরিবর্তে দলে ফিরেছেন ইফতিখার আহমেদ। হাফিজ প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ সফরে তাকে বিবেচনা না করতে। তার পরিবর্তে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের দুই রিজার্ভ ক্রিকেটার হায়দার আলী ও খুশদিল শাহ থাকছেন বাংলাদেশ সফরে।
বাংলাদেশ সফরে তিনটি টি-টোয়েন্টি ও ঢাকা-চট্টগ্রামে দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। ১৯, ২০ ও ২২ নভেম্বর ঢাকায় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে ২৬ নভেম্বর শুরু হবে। সিরিজের শেষ টেস্ট ৪ ডিসেম্বর ঢাকায় শুরু হবে।
একনজরে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফাখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


