র‌্যাংকিংয়ে শীর্ষে থেকে বছর শেষ করছে বেলজিয়াম, বাংলাদেশ ১৮৬তম

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার র‌্যাংকিংয়ে শীর্ষে থেকেই চলমান বছর শেষ করতে যাচ্ছে বেলজিয়াম। আর ১৮৬তম স্থানে থেকেই এ বছর শেষ করতে হবে বাংলাদেশকে।

গতরাতে এ বছরের র‌্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

পুরো বছরই শীর্ষে ছিলো বেলজিয়াম। শীর্ষে থেকেই বছরের শেষটাও করছে তারা। দ্বিতীয়স্থানে থেকে বছর  শেষ করছে  পাঁচবারের বিশ^ চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে বেলজিয়ামের সাথে ব্রাজিলের ব্যবধান খুব বেশি নয়। বেলজিয়ামের পয়েন্ট ১৮২৮ দশমিক ৪৫ এবং ব্রাজিলের পয়েন্ট ১৮২৬ দশমিক ৩৫। মাত্র ২ দশমিক ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে সবার উপরে বেলজিয়াম।

এরপর তৃতীয় থেকে দশমস্থান পর্যন্ত আছে যথাক্রমে- ফ্রান্স, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ইতালি, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক এবং নেদারল্যান্ডস।

এদিকে এক ধাপ এগিয়ে  ১৮৬তম স্থানে থেকে বছর শেষ করছে বাংলাদেশ। তাদের পয়েন্ট ৯০৭ দশমিক ৮৩। গত নভেম্বরে প্রকাশিত র‌্যাংকিংয়ে ১৮৭তম স্থানে ছিলো বাংলাদেশ।

অন্যদিকে নারী ফুটবলের র‌্যাংকিংয়ে শীর্ষে থেকে বছর শেষ করবে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে সুইডেন এবং তৃতীয় স্থানে থাকবে জার্মানি।

আর এক ধাপ পিছিয়ে ১৪৩তম স্থানে থেকে বছর শেষ করতে হবে বাংলাদেশ নারী ফুটবল দলকে।