স্পোর্টস ডেস্ক : গতকাল যদি নিউজিল্যান্ড জয় লাভ করত তাহলেই সুবিধা পেত বাংলাদেশ। কিন্তু সেটা না হওয়ায় এখন আর অন্যের দিকে থাকার কোন সুযোগ নেই টাইগারদের জন্য।
চতুর্থ স্থানের জন্য এখন লড়াই করছে ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ইংল্যান্ড। তারা যদি পরের দুটি ম্যাচেই জিতে তাহলে তারাই যাবে শেষ চারে।
এবার যদি ইংল্যান্ড অন্তত একটি ম্যাচ হারে তাহলে তাদের পয়েন্ট শেষ পর্যন্ত থাকবে ১০। তখন বাংলাদেশ,শ্রীলঙ্কা ও পাকিস্তানের সেমিফাইনাল খেলতে চাইলে সবগুলো করে ম্যাচ জিততে হবে।
যদি ইংল্যান্ড কোন ম্যাচ না জিতে তাহলেই লড়াইটা আরও ওপেন হয়ে যাবে। তখন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি লড়াই নির্ধারণ করে দিতে পারে। আবার এই দুই দলের একটি দল যদি দুটি ম্যাচেই জিতে কিন্তু অন্যদিকে শ্রীলঙ্কা শেষ তিনটাই জিতে তাহলে আবার উঠে যাবে শ্রীলঙ্কা।
তাই কে জিতলে আমরা যাব, কে জিতলে কি হবে এই সমীকরণের দিকে আর তাকানোর সুযোগ নেই। প্রতিদ্বন্দ্বী এই তিন দলের হারের সাথে সাথে বাংলাদেশকেও নিজেদের সুরক্ষা দিতে হবে নিজেদেরই। জিততে হবে সবগুলো ম্যাচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।