
স্পোর্টস ডেস্ক : সুপার টুয়েলভপর্বে কঠিন এক পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে ১৪৩ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৪২ রান। শুক্রবার (২৯ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় বিকেল ৪টায়। এর আগে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয় দলই নিজেদের একাদশে দুইটি পরিবর্তন করেছে।
বাংলাদেশ দলে ইনজুরি আক্রান্ত নুরুল হাসান সোহানের জায়গায় দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার এবং নাসুম আহমেদের স্থানে দলে ঢুকেছেন তাসকিন আহমেদ। অপরদিকে উইন্ডিজ স্কোয়াডে ফিল সিমন্সের স্থলে রোস্টন চেজের অভিষেক হচ্ছে। আর হাইডেন ওয়ালসের বদলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ জেসন হোল্ডার।
ক্যারিবিয়দের বিপক্ষে ১১ ম্যাচ খেলে বাংলাদেশের জয় আছে পাঁচটিতে। সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জিতেছিল সিরিজ। এরপর অবশ্য ক্যারিবিয়ানরা বাংলাদেশে এসে সিরিজ জিতে গেছে।
২০০৭ সালে প্রথম দেখায় জিতেছিল বাংলাদেশ। কাকতালীয়ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র জয় হয়ে আছে এটিই। সেই ম্যাচের গেইল, ব্রাভো, রামপালরা আছেন এখনো। আর বাংলাদেশের হয়ে সেই ম্যাচে ছিলেন সাকিব, মুশফিক।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, এভিন লুইস, রোস্টন চেজ, নিকোলাস পুরান, সিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন ও রবি রামপাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


