জুমবাংলা ডেস্ক : শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার যে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন বাংলাদেশকে পৃথিবীর যেকোন উন্নত দেশের সঙ্গে তুলনা করা যায়। মেধার যে উন্নয়ন ঘটেছে তা কেবল মাত্র আওয়ামী লীগ সরকার দ্বারাই সম্ভব হয়েছে। দেশের মেধা যাতে পাচার না হয়ে যায় সেজন্য আমাদের সরকার বিভিন্ন গবেষণা ক্ষেত্রে আর্থিক সহায়তাসহ বিভিন্ন ভাবে উৎসাহ দিয়ে আসছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুরে চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এক সময় আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখতাম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন তা বাস্তবে পরিণত হয়েছে। মানুষ ঘরে বসেই সব ডিজিটাল সেবা ভোগ করতে পারছেন। সরকারের সব দপ্তরকেও ডিজিটালাইজেশন করা হয়েছে। শিক্ষা ও প্রযুক্তি খাতে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। এখন আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে ঘোষণা দিয়েছি।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের সবাইকেও নিজ থেকে সোনার বাংলা গড়ে তোলার জন্য এগিয়ে আসতে হবে।
চৈতন্য বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের সভাপতি ইঞ্জিনিয়ার বশির আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবপুর আসনের এমপি জহিরুল হক ভূইয়া মোহন, সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিলসহ স্কুলের শিক্ষক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।