স্পোর্টস ডেস্ক : শেষের ম্যাচেই তীরে এসে তরী ডুবলো বাংলাদেশ দলের। আর এই ম্যাচ হেরেই বাংলাদেশ দল সিরিজ হারলো ২-১ এ। তবে এই ম্যাচ হেরেও রোহিত প্রশংসা করলেন একজনেরেই।
আর তিনি হচ্ছেন ব্যাট হাতে তাণ্ডব দেখানো নাঈম শেখের। ৪৮ বলে ৮১ রানের তাণ্ডব দেখান তিনি। এই ব্যাপারে রোহিত বলেন ,’ বাংলাদেশ দলের ও খুব ভালো ব্যাটিং করেছে। আমরা যেদিকেই ফিল্ডিং সাজিয়েছি, ও তার বিপরীত দিকে খেলেছে। আমার মতে বাংলাদেশ দলে ও আজকের সেরা খেলোয়াড়। ’
উল্লেখ্য যে, সিরিজের ৩য় ম্যাচে ভারতের বিপক্ষে হারতে হলো বাংলাদেশ দলকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


