জুমবাংলা ডেস্ক : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে ক্রমেই সম্পর্ক বৃদ্ধি করছে পাকিস্তান।
এবার স্কলারশিপে ১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর– সৌহার্য্যের অংশ হিসেবে বাংলাদেশি ১০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এতে করে বাংলাদেশিদের পাকিস্তানে উচ্চশিক্ষা নেওয়ার পথ সুগম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কাজ করছেন। স্কলারশিপ দেওয়ার জন্য পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব পোর্টালে যুক্ত করবে।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগেও শিক্ষাবিষয়ক সহযোগিতামূলক সম্পর্ক ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে এটি অনেকদিন বন্ধ ছিল। কিন্তু শেখ হাসিনার পতনের পর দুই দেশের মধ্যে আবারও এই সহযোগিতামূলক সম্পর্ক নতুন করে শুরু হতে যাচ্ছে।
অন্যান্য খাতেও দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়েছে। গত সপ্তাহে পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রামে এসে নোঙর করে একটি পণ্যবাহী জাহাজ। এই জাহাজের মাধ্যমে পাকিস্তান থেকে বিভিন্ন শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য আমদানি হয়েছে। শিপিং ও কাস্টমসের বিভিন্ন নথি পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে। আগে এসব পণ্য তৃতীয় কোনো দেশ হয়ে আমদানি হতো।
ড. ইউনূস সুবিধাজনক সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন: প্রেস উইং
জাতীয় রাজস্ব বোর্ডের হিসেব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে ৭৪ কোটি ৪৫ লাখ ডলারের পণ্য। ২০২১-২২ অর্থবছরে এটি ছিল ৮০ কোটি ডলারের মতো। দেশটি থেকে বাংলাদেশে মূলত পোশাক শিল্পের কাঁচামাল, চামড়া, ক্লিংকার, ফেব্রিক্স, তুলা, পেঁয়াজ ও আলু আসে। অন্যদিকে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয় চা, তৈরি পোশাক, কাঁচা পাট প্রভৃতি, সব মিলিয়ে এই রপ্তানি মূল্য ৬ কোটি ডলারের কিছু বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।