জুমবাংলা ডেস্ক : বিশ্বে কোন দেশের মানুষের আইকিউ বা ‘বুদ্ধিমাত্রা’ বেশি তা নিয়ে ২০২২ এর তালিকা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ।
সম্প্রতি প্রকাশিত এই তালিকায় দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
তালিকায় শীর্ষ ১০ দেশের মধ্যে প্রথম ছয়টিই এশীয় দেশ, বাকিগুলো ইউরোপীয়। এ তালিকায় শীর্ষে রয়েছে জাপান। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য কেউই প্রথম দশে স্থান পায়নি।
১৯৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫০তম, যেখানে পাকিস্তান ও ভারত আছে যথাক্রমে ১২০তম ও ১৪৩তম অবস্থানে। আর সর্বশেষ অবস্থান হিমালয়ের দেশ নেপালের।
শীর্ষ দশে থাকা দেশগুলো হলো যথাক্রমে জাপান, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং, চীন, দক্ষিণ কোরিয়া, বেলারুশ, ফিনল্যান্ড, লিচটেনস্টেইন এবং জার্মানি।
আইকিউ স্কোর ৮৫ থেকে ১১৫ হলে তা সাধারণ আইকিউ লেভেল ধরা হয়। আর স্কোর যদি ১৩০ হয় তাদের সাধারণের চেয়ে খানিকটা বুদ্ধিমত্তাসম্পন্ন ধরা হয়। স্কোর ১৬০ ছাড়িয়ে গেলে সে এক কথায় ‘জিনিয়াস’।
দেশের জনগণের গড় আইকিউ ৭৪.৩৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১৫০তম। এর চেয়ে দুই পয়েন্টের কিছু বেশি, ৭৬.৭৪ স্কোর নিয়ে ভারত আছে ১৪৩তম অবস্থানে। ১২০তম অবস্থানে থাকা পাকিস্তানের স্কোর ৮০।
দক্ষিণ এশিয়ার দারিদ্র্যপীড়িত দেশ আফগানিস্তানও গড় আইকিউয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। ৮২ স্কোর নিয়ে আফগানিস্তান আছে ১০৩তম অবস্থানে।
তালিকায় শীর্ষে থাকা জাপানের স্কোর ১০৬.৪৮। অন্যদিকে সর্বনিম্নে থাকা নেপালের স্কোর মাত্র ৪২.৯৯।
ভারত ও পাকিস্তান বাদে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা অন্যান্য এশীয় দেশগুলোর অবস্থান হলো মিয়ানমার ৫২তম (স্কোর ৯১.১৮), ইরাক ৬১তম (স্কোর ৮৯.২৮), থাইল্যান্ড ৬৪তম (স্কোর ৮৮.৮৭), ভুটান ৬৮তম (স্কোর ৮৭.৯৪), শ্রীলঙ্কা ৭১তম (৮৮.৬২), মালয়েশিয়া ৭৩তম (স্কোর ৮৭.৫৮) এবং ৮২.১২ পয়েন্ট স্কোর নিয়ে আফগানিস্তানের অবস্থান ১০৩তম।
যুক্তরাষ্ট্র ও রাশিয়া ৯৭.৪৩ ও ৯৬.২৯ পয়েন্ট নিয়ে ২৯তম ও ৩৫তম স্থানে রয়েছে। অন্যদিকে ইউক্রেন রয়েছে ৫৭তম অবস্থানে (স্কোর ৯০.০৭)।
ব্রিটিশ মনোবিদ রিচার্ড লিন-এর পরিচালিত কিছু সুপরিচিত ও ব্যাপকভাবে প্রচারিত গবেষণার ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করা হয়। ইনটেলিজেন্স কোশেন্ট বা আইকিউ-এর সহজ বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘বুদ্ধিমাত্রা’। সাধারণত বিচক্ষণতা, দ্রুততা ও বুদ্ধিবৃত্তিক উত্তর প্রদানের ক্ষমতার ওপর ভিত্তি করে আইকিউ নির্ধারণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।