বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে বিশ্বের অন্যতম স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস। আগামী ১৪ মে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে প্রযুক্তি ব্র্যান্ডটি। জানা গেছে, একই অনুষ্ঠানে দেশে তৈরি স্মার্টফোন নিয়ে হাজির হতে পারে ওয়ানপ্লাস।
স্মার্টফোনপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় স্মার্টফোন ওয়ানপ্লাস। যদিও এতদিন আন-অফিশিয়ালি কিনতে হতো ফোনটি। তবে এবার সেই সমস্যার অবসান ঘটছে। নিজস্ব স্টোর, সার্ভিস সেন্টার ও ফ্যাক্টরি সবই থাকবে দেশেই। তাদের স্টোর এবং সার্ভিস সেন্টার কোথায় কোথায় থাকবে, সেটি জানা যায়নি। তবে প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে ওয়ানপ্লাসের অফিশিয়ালি যাত্রার বিষয়টি নিশ্চত করেছে।
পুরনোকে ঝেড়ে ফেলে নতুনের সন্ধানে এগিয়ে যেতে চাই স্মার্টফোন ব্র্যান্ডটি। তাই তো ‘নেভার সেটেল’ শ্লোগানকে সামরে রেখে এ দেশে যাত্রা শুরু করছে ওয়ানপ্লাস। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে প্রকাশিত এক ছবিতে লেখা রয়েছে ‘ফর বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ’। এটা দেখে ধারণা করা হচ্ছে দেশেই তৈরি হতে পারে ওয়ানপ্লাসের স্মার্টফোন।
উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে তাদের ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে নর্ড সিরিজের স্মার্টফোনগুলো সবার সামনে তুলে ধরা হবে। এ ছাড়াও স্মার্টফোন মডিউল এবং আইওটি ডিভাইস নিয়ে বিস্তারিত জানাবে ওয়ানপ্লাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।