Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে একটি বড় হাসপাতাল নির্মাণ করতে রাজি হয়েছে চীন, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, “চীন বাংলাদেশে একটি বড় হাসপাতাল নির্মাণে সম্মতি জানিয়েছে এবং তার স্থান নির্বাচন নিয়ে আলোচনা চলছে। আমরা তাদের বলেছি, পূর্বাচলে একটি সুন্দর জায়গা রয়েছে, যেখানে আমরা হাসপাতালটি নির্মাণের জন্য জায়গা দিতে প্রস্তুত।”
রবিবার, চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ এবং যাতায়াতের খরচ তুলনামূলকভাবে কম। এ ক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে, কারণ ভারত ভিসা বন্ধ রেখেছে। তাই কুনমিং একটি ভালো বিকল্প হতে পারে।”
কুষ্টিয়ায় কলেজের ৪ গাছ কেটে বিক্রির অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।