আন্তর্জাতিক ডেস্ক : ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।খবর সংবাদ প্রতিদিনের
বৃহস্পতিবার এপ্রসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাবিশ কুমার জানান, প্রধানমন্ত্রী মোদি এই উপলক্ষে ঢাকা সফর করবেন। এই সফরে দু’দেশের দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়েও আলোচনা হবে। যদিও নরেন্দ্র মোদি কবে ঢাকায় আসবেন ও কবে ফিরবেন তা সম্পর্কে কিছু জানানো হয়নি।
নরেন্দ্র মোদির ঢাকা সফর উপলক্ষে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা ২ ও ৩ মার্চ বাংলাদেশ সফর করেন। এই সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ক্ষমতাসীন দল আওয়ামি লিগের অন্য নেতা ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।
প্রসঙ্গত, উত্তর-পূর্ব দিল্লির হিং’সার জেরে নরেন্দ্র মোদির সফরের বি’রোধিতা করছে বাংলাদেশের বেশ কয়েকটি মৌলবাদী সংগঠন। তাদের নেতৃত্ব দিচ্ছে হেফাজতে ইসলামির মতো সংগঠনের নেতারা। কোনওভাবে ভারতের প্রধানমন্ত্রীকে তারা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে দেবে না বলেও জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



