মঙ্গলবার পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছে। তারা জানিয়েছে, পিসিবির মিডিয়া স্বত্ব কিনেছিল একটি ভারতীয় প্রতিষ্ঠান। তারা দাবি করেছে, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পিসিবির সঙ্গে চুক্তি হয়েছিল তাদের। ২০১৫ সালে এ চুক্তি হয়। সে অনুযায়ী, ২০১৯ সালের শ্রীলংকা সিরিজ পর্যন্ত চুক্তি ছিল।
কিন্তু পিসিবি দাবি করেছে, ২০২০ সালের জুন পর্যন্ত ভারতীয় ওই সংস্থার সঙ্গে চুক্তি ছিল তাদের। সে অনুযায়ী, এই সময় পর্যন্ত পাকিস্তানের সব খেলা দেখানোর দায়িত্ব নিয়েছিল সেটি।
এ পরিস্থিতিতে বোর্ডের মিডিয়া স্বত্ব নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের কাছে ২.২৫ মিলিয়ন ডলার গচ্চা দিতে হয়েছে পিসিবিকে। দলের খেলা সম্প্রচার করার সুবাদে সেই সংস্থা থেকে নির্দিষ্ট আয় পেত পিসিবি। সেই হিসাবে চলতি বছরের জুন পর্যন্ত আরও ৬ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল তাদের।
বাংলাদেশের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজটি প্রচারের স্বত্ব ওই প্রতিষ্ঠানের হাতে। সে হিসাবেই তাদের কাছে এ পরিমাণ অর্থ চেয়েছিল পিসিবি। কিন্তু সিরিজটি তিন ভাগে হওয়ার কারণে পুরো অর্থ দিতে রাজি হয়নি সেই প্রতিষ্ঠান।
তাদের দাবি, সিরিজটি আয়োজন করতে মাত্র সাত দিন সময় পেয়েছে তারা। যে কারণে আর্থিক ক্ষতি হয়েছে তাদের। এমন অবস্থায় পিসিবিকে ৩.৭৫ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে ভারতের সেই সংস্থা। এ নিয়ে দুপক্ষই সমঝোতায় পৌঁছেছে।
তথ্যসূত্র: ডন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।