জুমবাংলা ডেস্ক : ভারতীয় কিছু গণমাধ্যমে বিভ্রান্তিমূলক ও মিথ্যা প্রচারণা অব্যাহত রয়েছে বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কঠোর সেন্সরশিপ আরোপের পথে হাঁটছেন। তবে এসব দাবি একেবারেই অমূলক ও বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন বলে জানিয়েছে সিএ প্রেস উইং।
প্রেস উইং জানিয়েছে, শেখ হাসিনার পতনের পর থেকে সূত্রের উল্লেখ না করে এবং বিস্তারিত তথ্য-প্রমাণ না দিয়ে কিছু বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যমগুলো।
প্রেস উইং আরও জানায়, তথ্য মন্ত্রণালয় প্রধান উপদেষ্টাকে নিশ্চিত করেছে, বর্তমান গণমাধ্যমের ওপর কোনো ধরনের সেন্সরশিপ আরোপের কোনো প্রক্রিয়া শুরু হয়নি। এমনকি ভবিষ্যতে করারও কোনো পরিকল্পনা নেই।
‘মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা হাসিনা সরকারের শাসনামলের কিছু বিতর্কিত কনটেন্ট তাদের আর্কাইভ থেকে সরিয়ে নিয়েছে এবং সহিংসতা উসকে দিতে পারে এমন গণমাধ্যমসামগ্রী অপসারণের জন্য আইনানুগ দায়িত্ব পালন অব্যাহত রাখবে’- জানিয়েছে প্রেস উইং।
ভবিষ্যতে যে কোনো স্বৈরাচারকে এভাবেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে: বিক্ষুব্ধ শিক্ষার্থী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।