স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণ দুই পয়েন্টই প্রত্যাশা ছিল বাংলাদেশের। বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে ফেভারিটও ছিল বাংলাদেশ। কিন্তু প্রকৃতি ম্যাচটা হতেই দিল না। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। যাতে প্রত্যাশিত দুই পয়েন্টের বদলে একটা পয়েন্ট পেয়েছে মাশরাফির দল।
তবে তাতে সেমিফাইনাল খেলার আশা বাদ দিচ্ছে না বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এক পয়েন্ট পাওয়ার পর বাংলাদেশের নতুন লক্ষ্য নিয়ে কথা বললেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান ও সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি বলেন, ‘উইন্ডিজ, আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে আমাদের পুরো পয়েন্ট নিতেই হবে। সঙ্গে বড় একটা দলকেও হারাতে হবে।’
সাবেক অধিনায়ক বলেন, ‘আমাদের কিছু টার্গেট করা দল আছে, যাদের আমরা হারাতে চাই। আশা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে জিতব। তবে বৃষ্টির ওপর তো কারও হাত নেই। আইসিসি রিজার্ভ ডে রাখেনি। এ নিয়ে কিছু বলারও নেই।’
চার ম্যাচ খেলা বাংলাদেশ এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সাত নম্বরে। চার ম্যাচের মধ্যে বাংলাদেশ হেরেছে দুটিতে। বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে জয় অন্যটি পরিত্যক্ত।
জুমবাংলা/এসআর/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।