স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে পাক ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তাড়াহুড়ো না করার পরামর্শ দিলেন রশিদ লতিফ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সিরিজটি আয়োজনে পিসিবির হাতে অনেক সময় আছে বলে মনে করেন তিনি। তাই বিসিবিকে সিদ্ধান্ত নিতে সময় দিতে বললেন দেশটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
এফটিপি অনুযায়ী, আগামী মাসের শেষদিকে তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। তবে নিরাপত্তার কারণে শুধু টি-টোয়েন্টি খেলতে সেখানে যেতে রাজি টাইগাররা। আর নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে চান তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন সিদ্ধান্তে বেজায় চটেছে পাকিস্তান। এভাবে সিরিজ খেলতে চায় না পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিসিবির শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাওয়ার ভাবনাকে সমর্থন দিয়েছেন রশিদ। টেস্ট সিরিজ নিয়ে সিদ্ধান্তটা বাংলাদেশের ওপর ছেড়ে দিতে বলেছেন তিনি।
সম্প্রতি পিটিভি স্পোর্টসে গেম অন অনুষ্ঠানে পাকিস্তানকে ধৈর্য ধরতে বলেছেন রশিদ। তিনি বলেন,পিসিবির তাড়াহুড়ো করা উচিত নয়। তাদের উচিত বিসিবিকে সময় দেয়া। প্রত্যেক বোর্ডেরই নির্দিষ্ট কিছু কৌশল থাকে। বাংলাদেশ আসুক, টি-টোয়েন্টি খেলুক। এরপর বিসিবিকে সময় দেয়া হোক সিদ্ধান্ত নেয়ার। তারা কখন খেলতে চায় জানতে চাওয়া হোক। যদি বাংলাদেশ এখানে খেলতে না আসে, তা হলে তো ২০২১ সালের মার্চের আগ পর্যন্ত কোনো পয়েন্ট পাবে না পাকিস্তান। আমাদের হাতে অনেক সময় আছে।
সাবেক পাকিস্তানি অধিনায়ক বলেন, বাংলাদেশ যদি ২০২১ পর্যন্ত খেলতে না আসে, তখন পাকিস্তান চাইলে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারে। তৃতীয় দল নিয়ে আসলে চাপ কাদের ওপর বেশি থাকবে? নিশ্চয়ই বাংলাদেশের ওপর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।