স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে জ্যামাইকা টেস্ট। জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে বাংলাদেশ। ম্যাচে লিড ২১৩ রানে। এখানো ৫ উইকেট অক্ষত। সোমবার তৃতীয়দিন শেষে বাংলাদেশ তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয়ের কথা ভাবতেই পারে। ঠিক এমনই সময়ে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ।
অ্যান্টিগায় প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া জাস্টিন গ্রিভস রয়েছে ক্যারিবিয় ওয়ানডে দলে। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের উইন্ডিজ দলে অবশ্য বড় চমক আমির জাঙ্গু। এই উইকেটকিপার ব্যাটার প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে। ২৭ বছর বয়সী প্রথমবারের মতো গায়ে দেবেন উইন্ডিজের জার্সি।
ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ানদের শেষ সিরিজের দল থেকে স্কোয়াডে দুটি পরিবর্তন উইন্ডিজ দলে। হায়ডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর নেই। তাদের জায়গা আছেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস।
আমির জাঙ্গু প্রথম শ্রেণীর ক্রিকেটে ছিলেন দুর্দান্ত ফর্মে। এখন অব্দি ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ ৫ ইনিংসের মধ্যে তিন ম্যাচেই তিনি তুলেছেন অর্ধশতক।
টাইগারদের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্ব করবেন শাই হোপ। সহ-অধিনায়কের ব্রেন্ডন কিং।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে আগামী ৮ ডিসেম্বর। ১০ ডিসেম্বর দ্বিতীয় ও সিরিজের শেষ ম্যাচ হবে ১২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল-
শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু (উইকেটকিপার), আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।