স্পোর্টস ডেস্ক : সবকিছুই ঠিক ছিল। সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল দু’দুলেরই। তবে গত ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হারে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের সেমিফাইনাল খেলার স্বপ্ন হাতছাড়া হতে থাকে। এরপর ভারতের বিপক্ষে বাংলাদেশের ২৮ রানের পরাজয়ে বিশ্বকাপ সেমিফাইনালের দৌড় থেকে তো ছিটকেই পড়ল বাংলাদেশ। পাকিস্তানের যেটুকু আশা ছিল তাও গতকাল ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের ১১৯ রানের পরাজয়ে মিলিয়ে গেছে দূর দিগন্তে। সহজ কথায় বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নামলেই সেমিফাইনাল শেষ পাকিস্তানের। আর পাকিস্তান আগে ব্যাটিং করে ৩৫০ রান করলে জিততে হবে ৩১১ রানে, ৪০০ করলে ৩১৬-এ ও ৪৫০ করলে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানকে জিততে হবে ৩২১ রানে। খবর : কালেরকণ্ঠ
বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে যা রীতিমতো অসম্ভব ব্যাপার। তবে সেমিফাইনালে যেতে না পারলেও সবকিছু নিয়ে বাংলাদেশেরওপর ঝাঁপিয়ে পড়তে চায় পাকিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখার চেয়ে পাকিস্তানী ক্রিকেটারদের কাছে মার্যাদাপূর্ণ জয় প্রাধান্য পাচ্ছে বেশি। আর তাই বাংলাদেশকে রীতিমত হুঙ্কারও দিয়ে রাখলেন পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান ইমাম উল হক। লর্ডসে আগামীকাল অনুষ্ঠিতব্য এই ম্যাচকে নিয়ে পাকিস্তানের ডন পত্রিকাকে এমনটিই জানিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইনজামাম উল হকের ভাতিজা।
ইমাম বলেন, সেমি ফাইনালে না পৌঁছানো নিয়ে আমরা ভাবছি না। আমাদের পরিকল্পনা (বাংলাদেশের বিরুদ্ধে) সব উজার করে দিয়ে সেমি ফাইনালের জন্য খেলার। সেটি যদি সম্ভব না হয় তাহলে আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে এবং ভালোভাবে শেষ করতে হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রানের হারটি খুব কষ্টদায়ক উল্লেখ করে তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে হারটি আমাকে পীড়া দেয়। আমি (উইকেটে) সেট হয়ে গিয়েছিলাম এবং ভালো খেলছিলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি আমার (পাকিস্তানকে) জেতানো উচিত ছিলো।
বিশ্বকাপে নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন জানিয়ে এই ওপেনার বলেন, নিজের প্রতি আমার যে প্রত্যাশা ছিল আমি তা পূরণ করতে পারিনি। আমি ভালো শুরু পেয়েছিলাম। কিন্তু বড় স্কোর করতে পারিনি। আমি যেহতু তরুণ, এই বিশ্বকাপ থেকে অনেক কিছু শিখেছি। যে ভুলগুলো করেছি আমি সেখান থেকে শিক্ষা নিয়েছি। আমি নিশ্চিত যে ভবিষ্যতে এই অভিজ্ঞতাগুলো আমাকে সহযোগিতা করবে।
আগামীকাল লর্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তান তাদের সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়লেও বাংলাদেশ যে বসে থাকবে না সে কথা না বললেও চলে। ক্যাপ্টেন মাশরাফির জন্য বিশ্বকাপের শেষ ম্যাচটি জিততে মরিয়া হয়ে আছে টারগাররাও!
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel