বাংলাদেশের মসলিন জামদানিতে তাক লাগালেন রচনা ব্যানার্জী! এ যেন ১৭ বছরের তরুণী

রচনা ব্যানার্জী

বিনোদন ডেস্ক: পরনে সোনালি জরির শর্টহাতা ব্লাউজ। সঙ্গে সবুজ রঙা জামদানি মসলিন। সাবেকি শাড়িতে একদম ফাটাফাটি লুকে দিদি নম্বর ১।

নায়িকার গ্ল্যামারাস লুক দেখে কে বলবে তাঁর বয়স ৪৭? ১৭-র তরুণীকেও গুণেগুণে দশ গোল দেবে রচনার গ্ল্যামার। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার কারিগরদের হাতে তৈরি এই শাড়িটি জৌলুস সত্যিই চোখে পড়বার মতো। রচনার পরনে থাকা এই শাড়িটি রচনার নিজের ক্রিয়েশনেরই (RachnasCreation)। চাইলে আপনার ওয়ারড্রবেও শোভা পেতে পারে এই শাড়ি।
রচনা ব্যানার্জী
সবুজ রঙের এই শাড়ির উপর রুপোলি ট্যাপেস্ট্রির কাজ চোখে পড়ার মতো। আর রয়েছে সোনালি সুতোর কাজ। কটন সিল্কের এই জামদানিতে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন রচনা। তা দেখে মন হারাচ্ছেন অনেকেই। (ছবি-ফেসবুক)

রচনার নিজের এথিনিক লুক সম্পূর্ণ করেছেন সোনালি জুয়েলারিতে। হাতে বালা, গলায় চেন এবং বড় গোল লকেট।

জানেন এই শাড়ির দাম কত? রচনা’জ ক্রিয়েশনের এই সবুজ জামদানি মসলিনের দাম পাঁচ হাজার আটশো (৫৮০০) টাকা। হ্যাঁ, রচনার শাড়িতে নিজেকে সাজাতে হলে এই মূল্য আপনাকে খরচ করতে হবে!

সবুজ সাবেকি শাড়িতে কখনও চোখ তুলে, কখনও চোখ নামিয়ে- একের পর পোজ দিলেন রচনা। নিজের স্টাইল আর স্মাইলে মাত করলেন রচনা। তাঁর থেকে চোখ ফেরানো সত্যিই দায়।

সূত্র: হিন্দুস্তাইন টাইমস

জনপ্রিয়তায় সালমানকে ছাড়িয়ে গেছেন শাকিব: ঝন্টু