Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বাংলার রুপু ক্রিকেট খেলবেন পর্তুগালের হয়ে
    ক্রিকেট (Cricket) খেলাধুলা

    বাংলার রুপু ক্রিকেট খেলবেন পর্তুগালের হয়ে

    rskaligonjnewsJuly 10, 2023Updated:July 10, 20233 Mins Read
    Advertisement

    স্পোর্টস ডেস্ক: এক সময়ে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৫ ও ১৭ দলের সদস্য ছিলেন তিনি। স্বপ্ন দেখতেন একদিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলবেন আশরাফুল মামুন রুপু। তবে ইনজুরি ও পারফরম্যান্সের ঘাটতির কারণে ক্রিকেট থেকে দূরে সরে ২০১৮ সালের শেষদিকে নিজের ক্যারিয়ার গড়তে উচ্চশিক্ষার জন্য ইউরোপের দেশ পর্তুগালে পাড়ি দিয়েছিলেন সম্ভাবনাময় এই ক্রিকেটার।

    বাংলাদেশের রুপু পর্তুগালের হয়ে ক্রিকেট খেলবেন

    পর্তুগালে গিয়ে আবারো ক্রিকেট মাঠে নেমে পড়েন রুপু। সেখানে বন্ধুদের মাধ্যমে বাংলাদেশি খেলোয়াড়দের ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবে যুক্ত হন তিনি। এরপর দুই বছর ক্রিকেটে মনোনিবেশ করে ডাক পান পর্তুগাল জাতীয় ক্রিকেট দলে। হাঙ্গেরিতে আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে ত্রি-দেশীয় টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের জন্য পর্তুগিজ জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার রুপু। টুর্নামেন্টের আরেক দল সুইডেন।

    আশরাফুল মামুন রুপু হবিগঞ্জের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার মো. আব্দুল মোনায়েম ও মরহুমা আশরুফা সুলতানার ছেলে। গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার মিয়াখানী মহল্লায়। পর্তুগিজ জাতীয় দলে ডাক পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের বন্যায় ভাসছেন আশরাফুল রুপু। তার এ সফলতায় পরিবারের লোকজন বেশ উচ্ছ্বসিত। তারা দেশবাসীর কাছে রুপুর জন্য দোয়া চেয়েছেন।

       

    পর্তুগাল জাতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়ে আশরাফুল রুপু তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমার খুবই ভাল লাগছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট অনূর্ধ্ব-১৫ ও ১৭ দলে খেলেছি। কিন্তু এ্যাংকেল ইনজুরি ও বাজে পারফরম্যান্সের জন্য অনূর্ধ্ব-১৯ দলে ডাক পাইনি। এরপর নিজের ক্যারিয়ারের কথা ভেবে ২০১৮ সালের শেষের দিকে পড়াশোনার জন্য পর্তুগালে চলে আসি। সেখানে বন্ধুদের মাধ্যমে বাংলাদেশি খেলোয়াড়দের ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবে যুক্ত হই। এরপর দুই বছর ক্রিকেটে মনোনিবেশ করি। এরই ফলস্বরূপ পর্তুগাল জাতীয় ক্রিকেট টিমে সুযোগ পাই।

    আশরাফুল রুপু তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বলেন, হবিগঞ্জ জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইব্রাহিম খলিল সোহেল ভাইয়ের মাধ্যমে শাপলা সংসদে যুক্ত হই। পরে হবিগঞ্জ জেলা ও সিলেট বিভাগীয় অনূর্ধ্ব-১৫ দলে সাফল্য পাই। এ কারণে জাতীয় অনূর্ধ্ব-১৫ দল ও পরে অনূর্ধ্ব-১৭ দলে খেলার সুযোগ হয়। কিন্তু এরপর বাংলাদেশের ক্রিকেটে আর এগুতে পারিনি। যে কারণে আমি ও আমার পরিবারের লোকজন হতাশ ছিলাম। কিন্তু এখন পর্তুগাল দলে সুযোগ পাওয়ায় আবারও আমার সামনে নিজেকে মেলে ধরার একটা সুযোগ পেয়েছি।

    হবিগঞ্জ জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক পেসার ইব্রাহিম খলিল সোহেল বলেন, রুপু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন অন্যতম অলরাউন্ডার হিসেবে স্থান করে নিবে, এই প্রত্যাশাতেই ছিলাম। কিন্তু নানা কারণে তা আর হয়ে ওঠেনি। কিন্তু এখন পর্তুগাল জাতীয় ক্রিকেট দলে সুযোগ করে নিয়ে নিজের অদম্য ইচ্ছা ও পরিশ্রমের উদাহরণ হয়েছে আমাদের রুপু। সে এখন ইউরোপের ক্রিকেটে সৌরভ ছড়িয়ে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করবে।

    ইব্রাহিম খলিল সোহেল আরও বলেন বলেন, একদিন আমি বাড়িরে উঠোনে আশরাফুল মামুন রুপুকে বল করতে দেখে বলেছিলাম- ‘ভাই তোর বল তো অনেক ভাল। কাল মাঠে আসিস। এরপর শাপলা সংসদের হয়ে কিশোর বয়সে দারুণ পারফরম্যান্স করেছিল। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। জেলা দলের পাশাপাশি সিলেট বিভাগীয় বয়সভিত্তিক দলে সুযোগ পায় সে। বিভাগীয় দলের হয়ে আটটি একদিনের ম্যাচে ৩৩ উইকেট পায় সে। এরপর জাতীয় বয়সভিত্তিক দলে সুযোগ পায়। কিন্তু একপর্যায়ে ইনজুরি ও ফর্মহীনতা তাকে ক্রিকেট থেকে ছিটকে দেয়। তার অদম্য মনোবল তাকে আবারো ক্রিকেটে ফিরিয়ে এনেছে।

    হবিগঞ্জ ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান বলেন, আমি যখন অনূর্ধ্ব-১৪ জেলা দলের দায়িত্বে ছিলাম তখন রুপু আমার নজরে আসে। অনুশীলনে ভাল করায় তাকে আমি সহ-অধিনায়ক বানাই। রুপুর যোগ্যতা ছিল বাংলাদেশের সেরা অলরাউন্ডার হওয়ার। তার নিজের কিছু অবহেলার পাশাপাশি তখনকার বয়সভিত্তিক জাতীয় দলের নির্বাচকদের তৎপরতার অভাবে সে একটি পর্যায়ে আটকে যায়। আমি আশাবাদী রুপু পর্তুগালের পক্ষে ভাল নৈপূণ্য প্রদর্শন করবে।

    বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    cricket ক্রিকেট খেলবেন খেলাধুলা পর্তুগালের বাংলাদেশের বাংলার রুপু হয়ে
    Related Posts
    ভারতীয় ক্রিকেটার

    ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাতে রাজি হননি: পাকিস্তানের কোচ

    September 15, 2025
    শামির সাবেক স্ত্রী হাসিন জাহান

    পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঝড় তুলতে আসছেন শামির সাবেক স্ত্রী হাসিন জাহান

    September 14, 2025
    তামিম-ইমন

    ওপেনিংয়ে পুরোনো সংকট, তামিম-ইমন ধারাবাহিক হবেন কবে

    September 14, 2025
    সর্বশেষ খবর
    বাসের ধাক্কায় তিনজন নিহত

    দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

    অভিযোগ

    নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে কুরুচি ও অশ্লীল টেক্সটের অভিযোগ

    ফোন

    বৃষ্টিতে ফোন নষ্ট থেকে রক্ষা করতে প্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ

    মরদেহ উদ্ধার

    আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও ৬ বছরের সন্তানের মরদেহ উদ্ধার

    কুপিয়ে হত্যা

    হত্যার মামলার আসামিকে জনসমক্ষে নির্মমভাবে কুপিয়ে হত্যা

    নিয়োগ

    ৪পদে নিয়োগ দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবেদন ফি ২২৩ টাকা

    জ্বর

    বৃষ্টিতে ভেজার পর জ্বর, ডেঙ্গু, ম্যালেরিয়া ও টাইফয়েডের সতর্কতা

    যান চলাচল স্বাভাবিক

    যান চলাচল স্বাভাবিক ভাঙ্গায়, মহাসড়কে কড়া নজরদারি

    শঙ্কা

    মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ৯ জেলায় প্লাবনের শঙ্কা

    পোশাক খাত

    বড় সংকটের আশঙ্কায় গার্মেন্টস খাত

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.