বাইডেনপুত্রের অর্থায়নে ইউক্রেনের বায়োল্যাব!

ইউক্রেনের বায়োল্যাব

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বায়োল্যাব বা জৈব গবেষণাগারগুলোতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের মালিকানাধীন প্রতিষ্ঠানের বিনিয়োগ ছিল।

ইউক্রেনের বায়োল্যাব

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার এ অভিযোগ তুলেছেন। মস্কোতে সংবাদ সম্মেলন করে এ কথা জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী। খবর ডেইলি সাবাহর।

ইউক্রেনের জীবাণু গবেষণাগারগুলো নিয়ে ক্রমেই উত্তেজনা বাড়ছে। এসব গবেষণাগারে জৈব বা রাসায়নিক অস্ত্র তৈরিতে যুক্তরাষ্ট্র অর্থায়ন করছে বলে জোরালো অভিযোগ মস্কোর।

এবার অভিযোগের তীর খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের দিকে।

নিরহুয়া এবং অঞ্জনা সিংয়ের রোমান্সের ভিডিও ভাইরাল

বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, পেন্টাগন পরিচালিত ওই গবেষণাগার হান্টার বাইডেনের মালিকানাধীন রোসেমন্ট সেনেকার অন্তত ২৪০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছিল।

ওয়াশিংটন এবং কিয়েভ অবশ্য বরাবরই মস্কোর এই অভিযোগ অস্বীকার করেছে। উল্টো তারা বলছেন, রাশিয়াই ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে।