জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে (৭৮) উদ্ধারের পর পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ গণমাধ্যম কর্মীদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন: ঝালকাঠি জেলার সদর উপজেলার বালিগোনা গ্রামের আকবর শরীফের ছেলে মো. মাসুদ শরীফ (২৪), ভোলা জেলার দক্ষিণ আইচা উপজেলার পাচুকিয়া গ্রামের জাকির সিকদারের ছেলে মো. মাহফুজ, বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়নের বড় ডামিলা গ্রামের মিন্টু মৃধার ছেলে মিরাজ মৃধা (২০), মো. বাবুল প্যাদার ছেলে মো. জহির প্যাদা (২৭) এবং গকুল চন্দ্র মিস্ত্রীর ছেলে বিধান চন্দ্র মিস্ত্রী (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে বাউফল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক করা হয়েছে। এ সময় অপহরণ এবং ডাকাতির কাজে ব্যবহৃত, দেশীও অস্ত্রসহ লুণ্ঠিত এক লাখ ৩৫ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘আমাদের কার্যক্রম চলছে। এই অপহরণের ঘটনায় আমরা প্রাথমিক পর্যায়ে ৯ জনের সম্পৃক্ততা পেয়েছি; যাদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেফতারের জন্য জেলা পুলিশ কাজ করছে।’
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর, বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক কে এম শাহাদাত হোসেনসহ জেলার ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় শিবু বনিক অরফে শিবু বণিককে গত ৩ জানুয়ারি রাত ১০টার দিকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়।
প্রায় ৫২ ঘণ্টা পর সোমবার রাত ১টার দিকে দুর্বৃত্তদের হাতে অপহৃত ওই ব্যবসায়ীকে নাজিরপুর ইউনিয়নের ডালিমা গ্রামের কচুয়া এলাকার একটি মসজিদের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।