Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দেখতে বাঘের মতো হলেও আসলে বাঘ নয়। বাঘের ছানাও নয়। এমনই এক প্রাণীকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভারতের নদিয়ায় । রোববার সকাল থেকে এমনই এক প্রাণীকে নিয়ে শহরের বাপুজি স্কুল সংলগ্ন এলাকায় সোরগোল বেঁধে যায়। একপর্যায়ে গা ঢাকা দেয় প্রাণীটি। -খবর দ্য ওয়াল
সকাল সাতটা নাগাদ জঙ্গলের ভিতর থেকে গর্জন শুনতে পেয়ে উৎসুক মানুষ দেখতে পায় বাঘের মতো প্রাণীটি। মুহূর্তের মধ্যে এটিকে দেখতে প্রচুর ভিড় জমে যায়। শেষ পর্যন্ত খবর দেয়া হয় বন দফতরকে। এই ফাঁকে প্রাণ ভয়ে অন্যত্র গা ঢাকা দেয় প্রাণীটি।
জনবহুল এলাকায় এই ধরনের প্রাণী আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে। অনেকের অনুমান, এলাকায় আরো বেশ কয়েকটি এই রকম প্রাণী আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।