স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরে চলছে বাঙ্গার নাটক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে বাংলাদেশ টেস্ট দলের পরামর্শক হিসেবে দায়িত্ব নেবার প্রস্তাব দেয়। কিন্তু বিসিবির সেই প্রস্তাবে প্রথমে রাজি হলেও শেষ পর্যন্ত তা ফিরিয়ে দেন ব্যাঙ্গার।
ভারতীয় গণমাধ্যমে বেশ ফলাও করেই প্রচার হচ্ছে বিসিবির প্রস্তাব নাকচ করে দিয়েছেন বাঙ্গার। কিন্তু উল্টো সুর বাজালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বললেন এটা নিয়ে কথা বলার সময়ই নাকি হয়নি এখনও। আলোচনা চলছে।
বিসিবি বস বলেন, ‘এটা এখনও বলার সময় আসেনি। হতে পেরে (প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়ে)। আমরা চার পাঁচ জনের সাথে যোগাযোগ করছি, কথা হচ্ছে। টার্মস এন্ড কন্ডিশনস তো সবার সাথে মিলবে না। তাই এই বিষয়ে বলার সময় এখনও আসে নি।’
বাংলাদেশের ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন নিল ম্যাকেঞ্জি। বিসিবি বর্তমানে চাইছে শুধুমাত্র এক বলের ফরম্যাটের দলকে নিয়ে কাজ করুক এই দক্ষিণ আফ্রিকান কোচ।
এদিকে ম্যাকেঞ্জিও তিনটি ফরম্যাটের দায়িত্বে থাকতে চাচ্ছেন না। দুটো ফরম্যাটের বেশি দায়িত্ব নিতে চান না তিনি। সেই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাটিং পরামর্শদাতা খুঁজছিলো। সেই হিসেবে সব কিছু প্রায় ঠিকঠাকও হয়ে গিয়েছিল ভারতীয় এই কোচের সঙ্গে। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলালেন ব্যাঙ্গার। সরে আসলেন বিসিবির দেয়া প্রস্তাব থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।