Bajaj Platina 100 : এক লিটার পেট্রোলে মাইলেজ ৯৬ কিমি

বাজাজ প্লাটিনা ১০০ লিটারে মাইলেজ ৯৬ কিমি

বাজাজ প্লাটিনা ১০০ : লিটারে মাইলেজ ৯৬ কিলোমিটার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজাজের যতগুলো মডেলের মোটরসাইকেল আছে তার মধ্যে মাইলেজ কিং খ্যাতি পেয়েছে প্লাটিনা ১০০। বাজাজ দাবি করছে এই বাইক এক লিটার পেট্রোলে ৯৬ কিলোমিটার মাইলেজ দেয়।

বাজাজ প্লাটিনা ১০০  লিটারে মাইলেজ ৯৬ কিমি

বাজাজ প্লাটিনা বাইকটি দুটি পাওয়ার ভ্যারিয়েন্ট এ পাওয়া যায়। একটি হল ১১০ সিসি ও অন্যটি হল ১০০ সিসি ইঞ্জিন অপশনে। এই ১০০ সিসি বাজাজ প্লাটিনা বেশ সস্তা।

এই বাইকে ১০২ সিসি ৪ স্ট্রোক, ডিটিএস-আই, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন ৭.৯ পিএস পাওয়ার এবং ৮.৩ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে।

এতে ১১ লিটারের একটি পেট্রোল ট্যাংক রয়েছে। নতুন প্রযুক্তির ইঞ্জিনের জন্য এই বাইক প্রায় ৯০-৯৬ কিলোমিটারে মাইলেজ দেয় যা সত্যিই প্রশংসাযোগ্য।