বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: একসময় মোবাইল ফোনের বাজারে আধিপত্য ছিল নকিয়া। বিশেষ করে ভারতের মতো দেশে একসময় ফিনিশ কোম্পানির দখলে ছিল প্রায় ৭০ শতাংশ। মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি (নোকিয়া মোবাইল) বিক্রি বাড়িয়ে আবারও শিরোনামে এসেছে। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, নকিয়া বর্তমানে বিক্রির দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। এই তথ্য US বিক্রয়ের জন্য IDC দ্বারা সংগ্রহ করা হয়।
রিপোর্ট অনুযায়ী বিক্রির দিক থেকে Nokia C100 15 তম স্থানে রয়েছে। স্ক্যান্ডিনেভিয়ান কোম্পানিটিও এই বছর Nokia C200 এর বিক্রি বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে প্রথম প্রান্তিকের থেকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে নকিয়ার বিক্রি বেড়েছে। ইতিমধ্যেই মার্কিন স্মার্টফোন বাজারে কোম্পানিটির নিজস্ব জমি রয়েছে। 2022 সালের তৃতীয় ত্রৈমাসিকে মার্কিন যুক্তরাষ্ট্রে Nokia ফোনের বিক্রি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
তবে শুধু স্মার্টফোন নয়, ফিচার ফোন বিক্রির ক্ষেত্রেও বিশ্ববাজারে শীর্ষে রয়েছে নোকিয়া। নকিয়ার ফিচার ফোনের জনপ্রিয়তা সারা বিশ্বে আকাশচুম্বী। যদিও ফিচার ফোনের পাশাপাশি স্মার্টফোনের বিক্রিও বাড়ছে। এর আগে একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে নকিয়া ফোনগুলি ইউরোপের বাজারে ভাল পারফর্ম করছে না। উত্তর আমেরিকায় কোম্পানির প্রবৃদ্ধি ছিল ৮৭ শতাংশ, ইউরোপে কোম্পানির প্রবৃদ্ধি মাত্র ৩১ শতাংশ।
আইডিসি প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে যে ফিনিশ কোম্পানিটি লক্ষ্য ধরে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রয় সাফল্যের কারণে কোম্পানির আর্থিক অবস্থা আগের থেকে উন্নত হয়েছে। 2021 সাল থেকে কোম্পানিটি ইউরোপ এবং উত্তর আমেরিকায় সাফল্য পেয়েছে। ইউরোপ এবং উত্তর আমেরিকা ছাড়াও, নোকিয়া যুক্তরাজ্যের বাজারেও ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছে।
এদিকে, সম্প্রতি ভারতের বাজারে নকিয়ার বেশ কয়েকটি ফিচার ফোন এসেছে। Nokia 8210 4G, Nokia 2660 Flip এবং Nokia 110 (2022) এর মতো জনপ্রিয় মডেলগুলি দেশে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে Nokia 8210 4G কানেক্টিভিটি পাবে। অন্যদিকে, Nokia 2660 Flip-এ রয়েছে পুরনো ফ্লিপ ফোন ডিজাইন। এছাড়াও, Nokia 5710 XpressAudio গত মাসে বিশ্ব বাজারে লঞ্চ করা হয়েছিল। বাইরে থেকে, এই ফোনটি দশটি কীপ্যাড সহ একটি ফিচার ফোনের মতো দেখায়। তবে এই ফোনটি একজোড়া TWS এর সাথে আসে।
এই ওয়্যারলেস ইয়ারফোনগুলি ফোনের ভিতরেই চার্জ হবে। গান শুনতে চাইলে ফোনে প্রেস করলে এই ওয়্যারলেস ইয়ারফোনটি স্বয়ংক্রিয়ভাবে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হয়ে যাবে। গান শোনার পর তা আবার ফোনের ভিতরে রাখা যায়। একের পর এক নতুন ফোন লঞ্চ করে বিশ্বের পাশাপাশি ভারতের মোবাইল ফোনের বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নকিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।