বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এখন স্মার্টফোনের জমানা। ফোন প্রস্তুতকারক প্রতিটি কোম্পানি টেক্কা দিতে চাইছে একে অন্যকে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। এই পরিস্থিতিতে ক্রমে রেষারেষি বাড়ছে বাজারে। মার্কেটে টিকে থাকতে প্রতি কোম্পানিকে নতুন কিছু ভাবতে হচ্ছে। Oppo কেও তাই বেছে নিতে হয়েছে উদ্ভাবনের পথ।
তরুণ মনে জায়গা করে নিতে স্মার্টফোন নির্মাতা কোম্পানি OPPO Reno7 Pro 5G চালু করার সিদ্ধান্ত নিয়েছে । যা তার সেগমেন্টের অন্যান্য স্মার্টফোনের চেয়ে কোনো অংশে কম নয়। এই স্মার্টফোনটি কোম্পানির পোর্টফোলিও অনুযায়ী সর্বশেষ স্মার্টফোন, যার মধ্যে সেরা ফিচার এবং ক্যামেরা কোয়ালিটি রয়েছে। অপো রেনো ৭ প্রো ৫ জি মোবাইলের র্যাম ও ইন্টারনাল স্টোরেজ হিসেবে দেওয়া রয়েছে ১২ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এই ৫ জি স্মার্টফোনের পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। এতে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ওপো রেনো ৭ প্রো ৫ জি তে রয়েছে ২ মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে।
স্মার্টফোনে রয়েছে ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। স্মার্টফোনটিতে থাকবে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যারর রিফ্রেশ রেট ৯০ হার্জ। স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ম্যাক্স প্রসেসর। দাম অবশ্য একটু বেশি, শুরু হচ্ছে ৩৯৯৯৯ টাকা থেকে। এরপর বিভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে আলাদা আলাদা দাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।