বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন ব্রান্ড হিসেবে অপো বাজারে ভালই আধিপত্য বিস্তার করে আছে। শীঘ্রই এবার দেশের বাজারে আসতে চলেছে অপো রেনো ৭ ৫জি স্মাটফোন । অপো রেনো৭ ৫জি ফোনে আছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।
অপো রেনো৭ ৫জি ফোনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর। ফোনটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ওপ্পো রেনো ৭ ৫জি অ্যান্ড্রয়েড ১১ নির্ভর কালারওএস ১২ কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ৩ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিসপ্লের পাঞ্চ-হোলের ভিতরে উপস্থিত ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
অপো রেনো৭ ৫জি ফোনে দেওয়া হয়েছে ৬৫ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। নিরাপত্তার জন্য এতে উপলব্ধ ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।