স্পোর্টস ডেস্ক: আসছে আফিফা পারভীনের প্রথম বই ‘এসো নীপবনে’। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান দি ইউনিভার্সেল একাডেমি। ইতোমধ্যে বইটির প্রি অর্ডার নিতে শুরু করেছে রকমারি ডটকম।
সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন লেখক আফিফা পারভীন। পড়াশোনা করেছেন উদ্ভিদ বিজ্ঞানে। বাবা-মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সাহিত্যের প্রতি অনুরাগ ও বই পড়ার নেশাটা রপ্ত করেছেন ছোটবেলা থেকেই।
পড়ার নেশার কারণে অল্প বয়সেই জুটেছিলো বই পোকার খেতাব। লেখালেখির প্রতি আগ্রহটা খুব কাছ থেকে দেখা অনেক কিছুর অভিজ্ঞতা তুলে ধরার তাড়না থেকেই জন্মানো।
‘এসো নীপবনে’র লেখক আফিফা জীবনকে নিজের দৃষ্টিভঙ্গী দিয়ে যেমন দেখেন, তেমনি অন্যের দৃষ্টিকোণ থেকেও দেখার চেষ্টা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।