বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গুগল ফোল্ডেবল ফোন করবে একথা বহুদিন ধরে শোনা যাচ্ছে। তবে ফোনটি দেখতে কেমন হবে তা নিয়ে হৈচৈ যেন থামছে না। এখন পর্যন্ত প্লাস্টিক ডামি বা ফ্যানদের কল্পনার ভিত্তিতে কিছু মডেল দেখা গেছে। কিন্তু এবার যেন সত্যিকারের গুগল ফোল্ডেবল দেখা গেছে। সেই ভিডিওটি এইখানে দেওয়া হলো:
একথা সত্য, এই ভিডিও দেখে এই ফোনটিকে গুগল ফোল্ডেবল বলে শনাক্ত করা মুশকিল। কারণ ফোনটিতে কোনো লোগো নেই, কোনো ভারি বা পরিচিত ক্যামেরা বার নেই। শুধু একটা সেল্ফি ক্যামেরা আর ভেতরের দিকের বেজেলগুলো দেখা গেছে। তাই অনেকেই ধারণা করতে পারেন এটা স্যামসাং-এরই একটা প্রোটোটাইপ। কিন্তু যিনি এই ভিডিও লিক করেছেন তাকে বিশ্বস্ত সূত্র হিসেবেই মানতে হবে। ওয়াজ সিয়েচোঝস্কি নামে ওই ব্যক্তি অনেকদিন ধরে গুগল ফোল্ড নিয়ে অনুসন্ধান চালাচ্ছে। বিশেষত এই ভিডিও এক মাস পুরনো বলে জানান তিনি।
সিএনবিসির এক সূত্র বলছে, ১০ মে গুগল ফোল্ডেবল ফোনের ঘোষণা আসবে৷ জুনে ফোনটি বাজারে উন্মুক্ত করা হবে। ফোনটির দাম ১৭০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ফোন আকারে ৫ দশমিক ৮ ইঞ্চির স্ক্রিনটিকে চাইলে সহজেই ৭ দশমিক ৬ ইঞ্চির ট্যাবলেট বানিয়ে ফেলা যাবে। এই ফোল্ডেবল ফোনে গুগল টেনসর জি২ প্রসেসর ব্যবহার করবে বলে জানিয়েছে। শুধু তাই নয়, তারা এবার ব্যাটারিও বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। এক চার্জে যেন সারাদিন পার করা যায় তা নিশ্চিত করতেও ব্যাটারির দিকে তাদের মনোযোগ বেশি।
তবে সম্প্রতি লিক হওয়া এই ভিডিওটি অনেকের মধ্যেই কৌতূহল বাড়িয়ে দিয়েছে। কারণ গুগল ফোল্ডেবল ফোন আনলে কেমন হবে তা নিয়ে অনেকেরই আগ্রহ ছিল তুঙ্গে। লিক হওয়া ভিডিওটি দেখে কৌতূহল আরও বেড়েছে তা টুইটের রিয়েকশন দেখলেই বোঝা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।