বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে ইমিল্যাব ব্র্যান্ডের ইমিকির নতুন চারটি স্মার্ট গ্যাজেট এনেছে ব্র্যান্ডটির পরিবেশক প্রতিষ্ঠান মোশন ভিউ। চলতি সপ্তাহ থেকেই মোশন ভিউয়ের আউটলেট ও অনলাইনে চারটি পণ্য বিক্রি শুরু হয়েছে।
চারটি গ্যাজেটের মধ্যে তিনটি স্মার্টওয়াচ ও একটি ইয়ারবাডস রয়েছে। এগুলো হলো ইমিকি এসই১ স্মার্টওয়াচ, ইমিকি এসএফ১ই, ইমিকি এসএফ১ এবং ইয়ারবাডস ইমিকি এমটি১ টিডাব্লিউএস।
ইমিকি এসই১ স্মার্টওয়াচে ৩২০*৩৮৫ পিক্সেল রেজল্যুশনের ডিসপ্লে রয়েছে। ব্রাইটনেস বেশি থাকায় রোদেও ডিসেপ্ল দেখতে কোনো সমস্যা হবে না বলে দাবি কোম্পানির। পুরো বডিই মেটালের। সাইডে রয়েছে একটি ছোট বাটন। এর উন্নতমানের সেন্সরে ব্লুটুথ সংযোগে কল, রিসিভ, হার্টরেট, ওয়ার্কআউট, রক্তে অক্সিজেন ও ঘুমের পরিমাণসহ নানা ধরনের অ্যাক্টিভিটি দেখা যাবে। একবার ফুল চার্জে ১০ দিন পর্যন্ত এর ব্যাটারি লাইফ থাকে। ডিভাইসটিতে আইপি ৬৭ ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশনের পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহার করা যাবে। স্মার্টওয়াচটিতে রয়েছে ছয় মাসের ওয়ারেন্টি। দাম ৩ হাজার ১৯৯ টাকা।
ইমিকি এসএফ১ই স্মার্টওয়াচে রয়েছে ২ দশমিক শূন্য ১ ইঞ্চির সুপার রেটিনা অ্যামোলেড ডিসপ্লে। যার রেজল্যুশন ৪১০*৫০২ পিক্সেল। ১০০০ নিটস থাকায় সূর্যের আলোতেও স্পষ্ট দেখা যায় ডিসপ্লেটি। ২২ মিলিমিটার সিলিকন স্ট্র্যাপসহ ইমিকি এসএফ১ই স্মার্টওয়াচের ওজন মাত্র ৪১ গ্রাম। অন্য ফিচারের মধ্যে রয়েছে স্টপওয়াচ, টাইমার, ফ্ল্যাশলাইট, ফাইন্ড ফোন, রিমোট ক্যামেরা, ক্যালকুলেটর। এক বছরের ওয়ারেন্টিসহ এর দাম ৪ হাজার ৭৯৯ টাকা।
ইমিকি এসএফ১ স্মার্টওয়াচটিতেও রয়েছে ইমিকি এসএফ১ই ওয়াচের মতোই সব ফিচার। এর দাম ৫ হাজার ১৯৯ টাকা।
ইমিকি এমটি১ টিডাব্লিউএস ১৩ মিলিমিটারের ডাইনামিক ড্রাইভারের ইয়ারফোনে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি ব্যবহার করায় ১০ মিটার দূর পর্যন্ত এটির সংযোগ পাওয়া যাবে। কেইসে ৩০০ এমএএইচ ব্যাটারি সি টাইপ চার্জিং থাকায় একবার ফুল চার্জ হতে দেড় ঘণ্টা সময় নেয়। কেইস থেকে ইয়ারফোন চার্জ হতে সময় লাগবে ১ ঘণ্টা। আর একবার ইয়ারফোন চার্জে টানা ৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। তিন মাসের ওয়ারেন্টি যুক্ত ডিভাইসটি কেনা যাবে ১ হাজার ৯৯৯ টাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।