বাজারে উন্মোচনের অপেক্ষায় হুয়াওয়ে নোভা ১৩ সিরিজ

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : চীনের বাজারে অক্টোবরে লঞ্চ হওয়া হুয়াওয়ে নোভা ১৩ সিরিজ এবার বৈশ্বিক বাজারে আসার অপেক্ষায়। সম্প্রতি হুয়াওয়ে তাদের এক্স অ্যাকাউন্টে নোভা ১৩ ও নোভা ১৩ প্রো মডেলের বৈশ্বিক উন্মোচনের ইঙ্গিত ।

চীনের বাজারে অক্টোবরে লঞ্চ হওয়া হুয়াওয়ে নোভা ১৩ সিরিজ এবার বৈশ্বিক বাজারে আসার অপেক্ষায়। সম্প্রতি হুয়াওয়ে তাদের এক্স অ্যাকাউন্টে নোভা ১৩ ও নোভা ১৩ প্রো মডেলের বৈশ্বিক উন্মোচনের ইঙ্গিত দিয়েছে। ধারণা করা হচ্ছে, ১২ ডিসেম্বর মেট এক্স৬-এর সঙ্গে নোভা ১৩ সিরিজও উন্মোচন করবে কোম্পানিটি। খবর গিজচায়না।

হুয়াওয়ে এখনো আনুষ্ঠানিকভাবে তাদের স্মার্টফোন দুটি উন্মোচনের তারিখ ঘোষণা করেনি। তবে তাদের আগের উন্মোচনের ধারার সঙ্গে এ সময়সূচি পুরোপুরি মিলে যাচ্ছে। সাধারণত চীনের বাজারে কোনো পণ্য উন্মোচনের অল্প সময়ের মধ্যেই বিশ্ববাজারে তা নিয়ে আসে হুয়াওয়ে।

হুয়াওয়ে নোভা ১৩ ও ১৩ প্রো মডেলের বৈশ্বিক সংস্করণ চীনা সংস্করণের মতোই উন্নত ফিচার ও প্রযুক্তি নিয়ে আসবে। এতে ব্যবহারকারীরা পাবেন শক্তিশালী হার্ডওয়্যার, উন্নত ক্যামেরা ও অত্যাধুনিক ডিসপ্লে প্রযুক্তি।

নোভা ১৩ সিরিজে থাকছে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এগুলোয় ১২ গিগাবাইট (জিবি) র‍্যামের সঙ্গে ২৫৬, ৫১২ জিবি ও এক টেরাবাইট রম থাকবে। র‍্যাম ও স্টোরেজ অনুযায়ী দামে পরিবর্তন হবে। এছাড়া কর ও আমদানি শুল্কের কারণে আন্তর্জাতিক বাজারে মূল্য কিছুটা কমবেশি হতে পারে।

নোভা ১৩ সিরিজে ব্যবহৃত হয়েছে কিরিন ৮০০০ চিপসেট, যার উন্নত পারফরম্যান্স থাকবে। উভয় মডেলে রয়েছে ১২০ হার্টজের ওএলইডি ডিসপ্লে। প্রো মডেলে অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে ২ হাজার ১৬০ হার্টজ পিডব্লিউএম ডিমিং প্রযুক্তি, যা দীর্ঘ সময় ব্যবহারে চোখের ওপর চাপ কমাতে সাহায্য করবে।

স্মার্টফোন ব্যবহারে পাকিস্তান-কেনিয়ার চেয়ে পিছিয়ে বাংলাদেশ

ক্যামেরার ক্ষেত্রেও সিরিজটি অনেক এগিয়ে। নোভা ১৩ মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। অন্যদিকে নোভা ১৩ প্রো মডেলে যুক্ত হয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ও ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। উভয় মডেলের সামনের ক্যামেরা ৬০ মেগাপিক্সেল।

নোভা ১৩ সিরিজ নতুন প্রযুক্তি, স্টাইলিশ ডিজাইন ও প্রতিযোগিতামূলক দামের কারণে বিশ্বব্যাপী গ্রাহকদের আকৃষ্ট করবে বলে আশা করছেন প্রযুক্তিপ্রেমীরা।